করোনা পরিস্থিতির অবনতি: জেলখানায় স্বজনদের সঙ্গে সাক্ষাৎ বন্ধ

0
686

অপরাধ বিচিত্রা ডেস্ক : করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় ফের বন্দিদের সঙ্গে স্বজনদের সাক্ষাৎ সম্পূর্ণ বন্ধ করা হয়েছে। কারা অধিদপ্তর থেকে বিশেষ বার্তার মাধ্যমে দেশের ৬৮টি কারাগারে এ বিষয়ে অবগত করা হয়েছে।
 শনিবার (৩-এপ্রিল) দুপুরে গণমাধ্যমকে এ বিষয়ে নিশ্চিত করেছেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুনের সঙ্গে।
তিনি বলেন, বর্তমান করানোর পরিস্থিতির কারণে বন্দিদের সঙ্গে স্বজনদের সাক্ষাৎকার আবারো বন্ধ ঘোষণা করা হলো। এর আগে গত বছর করোনা পরিস্থিতির কারণে বন্দিদের সঙ্গে স্বজনদের সাক্ষাৎকার বন্ধ করা হয়েছিল।সেটা এক বছর বলবৎ ছিল। পরে করোনা পরিস্থিতি কিছুটা ভালো হলে এক বছর পর চলতি বছরের মার্চে আবার দেখা সাক্ষাৎ শুরু হয়।
তিনি আরো বলেন, পরিস্থিতি ভালো হলে আবারও স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবে বন্দিরা। 
তিনি জানান ,তবে আগের মতনই নিয়ম অনুয়াযী সাধারণ বন্দিরা তাদের স্বজনদের সঙ্গে টেলিফোনে কথা বলতে পারবেন। সেটা ৮ থেকে বাড়িয়ে ১০ মিনিট করা হয়েছে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

8 + 11 =