ছাতকে হেফাজতের তান্ডবে পুলিশসহ আহত ২৫ গ্রেফতার ৯, ৫শ জনের বিরুদ্ধে মামলা

0
512

মোজাম্মেল আলম ভূঁইয়াসুনামগঞ্জ থেকে:

সুনামগঞ্জ জেলার ছাতকে থানায় পৌরশহরের দোকানপাটে হামলা চালিয়ে ভাংচুর করেছে হেফাজতে ইসলামের নেতা মামুনুল হকের কর্মীসমর্থকরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২৬ রাউন্ড টিয়ারশেল ১০৮ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেছে পুলিশ এঘটনায় ৭জন পুলিশ সদস্য পথচারীসহ কমপক্ষে ২৫জন আহত হয় এঘটনায় জড়িত থাকার অপরাধে ৯জনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর পাওয়া গেছে গতকাল শনিবার (৩রা এপ্রিল) রাত ৯টায় এঘটনাটি ঘটেছে থানায় হামলার খবর পেয়ে রাত ১১টায় ঘটনাস্থল পরিদর্শন করেছে সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান

এই হামলা ভাংচুরের ঘটনার প্রেক্ষিতে আজ রবিবার ( এপ্রিল) সকাল ১১টায় আহত এসআই আনোয়ার মিয়াকে বাদী করে ৫০০জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে বলে জানা গেছে

পুলিশ এলাকাবাসী সূত্রে জানা গেছেগতকাল শনিবার (৩রা এপ্রিল) বিকেলে নারায়নগঞ্জের রয়েল রিসোর্টে নারীসহ হেফাজত ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল আটকের ঘটনার খবর জানাজানি হওয়ার পর সন্ধ্যা থেকে জেলার ছাতক পৌরশহরের বিভিন্ন স্থানে খন্ড খন্ড মিছিল করে মামুনুল হকের কর্মীসমর্থকরা

এমতাবস্থায় রাত ৯টায় একদল মামুনুল সমর্থক লাটিসুটা নিয়ে ছাতক থানায় গিয়ে ইটপাটকেল নিক্ষেপ করে এসময় পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে উত্তেজিত কর্মসমর্থকরা পৌরশহরের ৬টি দোকানপাট ভাংচুর করে এবং সরকার বিরোধী বিভিন্ন শ্লোগান দিয়ে পাথচারীদেরকে মারপিট শুরু করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২৬ রাউন্ড টিয়ারশেল ১০৮ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেছে পুলিশ প্রায় ঘন্টাব্যাপী হেফাজতের কর্মীসমর্থকদের হামলা ভাংচুরের ঘটনায় পুলিশের এসআই আনোয়ার মিয়া, এসআই সামছুল আরেফিন, কনস্টেবল রাকিব উদ্দিন, সাইদুল ইসলাম, দিলশাদ মিয়া, রবিউল আলম সুবল দাসসহ আরো প্রায় ২৫জন আহত হয়েছে বলে জানা গেছে আহতদের মধ্যে পুলিশ সদস্যকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে

ছাতক থানার ওসি মোঃ নাজিম উদ্দিন এঘটনার সত্যতা নিশ্চিত করে বলেনমামুনুল হকের সমর্থকের হামলায় আহত পুলিশ সদস্যসহ অন্যান্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে এলাকার পরিবেশ শান্ত রয়েছে

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

11 − two =