বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের উদ্যোগে রংপুরে মহান মে দিবস উদযাপন

0
547

মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন রংপুর জেলা শাখার উদ্যোগে গতকাল ১লা মে শনিবার সকাল ১১টায় রংপুর প্রেসক্লাব চত্তরে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়।সংগঠনের আহŸায়ক শাহিদুল ইসলাম সুমনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ(মার্কসবাদী) রংপুর জেলার সমন্বয়ক কমরেড আনোয়ার হোসেন বাবলু,সংগঠনের সাধারণ সম্পাদক সুরেশ বাসফোর প্রমূখ।

নেতৃবৃন্দ বলেন আজ থেকে ১৩৫ বছর আগে যে দাবি নিয়ে শ্রমিকরা রক্তাক্ত সংগ্রাম করেছিলো, পুঁজিবাদী রাষ্ট্র কোনদিন সেই দাবি পূরণ করেনি। ৮ঘন্টা শ্রমদিবস,ন্যায্য মজুরি,নিরাপদ কাজের পরিবেশ  কোথাও নেই।এদেশে ভবন ধসে,আগুনে পুড়ে হাজার হাজার শ্রমিক মারা যায়, ন্যায্য দাবিতে আন্দোলন করতে গিয়ে বাঁশখালীতে পুলিশের গুলিতে মানুষ মরে,আর সরকার প্রচার তথাকথিত উন্নয়নের কথা।করোনায় লক্ষ লক্ষ মানুষ কর্মহীন,তাদের জন্য সরকার যা বরাদ্দের ব্যবস্থা করে তাও সরকারদলীয় নেতকর্মীরা লুটপাট করে।অপরদিকে করোনার কথা বলে মালিকশ্রেনিকে লক্ষ লক্ষ টাকার প্রনোদনা দেয়।ব্যবসায়ীদের স্বার্থে দেশীয় চিনিকল, পাটকল বন্ধ করে হাজার হাজার শ্রমিককে পথে বসায় সরকার।তাই শ্রমিকদের বুঝতে হবে এই সরকার ধনিক শ্রেনির সরকার।আবেদন নিবেদনে এরা শ্রমিকদের দাবি মেনে নিবে না।  মে দিবসের চেতনা ধারণ করে শ্রমিকদেরকে সকল অন্যায়,অবিচার,শোষণ, লুটপাটের বিরুদ্ধে প্রকৃত বিপ্লবী শ্রমিক সংগঠনের নেতৃত্বে জঙ্গি আন্দোলন গড়ে তুলতে হবে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

four × one =