কৃষিবিদ বদিউজ্জামান বাদশার মৃত্যুতে বারি মহাপরিচালকের শোক

0
262

শাহানাজ পাটোয়ারী -বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর মহাপরিচালক ড. দেবাশীষ সরকার বরেণ্য রাজনীতিবিদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি, কৃষিবিদ বদিউজ্জামান বাদশার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। আজ ২২ নভেম্বর ২০২১ সোমবার এক শোকবার্তায় তিনি কৃষিবিদ বদিউজ্জামান বাদশার রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। শোক বার্তায় বারি’র মহাপরিচালক বলেন, কৃষিবিদ বদিউজ্জামান বাদশার মৃত্যুতে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর সকল বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারীসহ পুরো বারি পরিবার আজ গভীরভাবে শোকাহত। কৃষিবিদ বদিউজ্জামান বাদশা আজীবন সাধারণ মানুষ ও কৃষিবিদদের কল্যাণে এবং কৃষির উন্নয়নে কাজ করে গেছেন। তাঁর মৃত্যুতে কৃষিবিদ পরিবার একজন সাহসী অভিভাবক হারালো, যা এক অপূরণীয় ক্ষতি। কৃষিবিদসহ দেশের সকল মানুষের নিকট তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন।উল্লেখ্য, শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বরেণ্য রাজনীতিবিদ ও সাবেক ছাত্রনেতা বদিউজ্জামান বাদশা রবিবার দিবাগত রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।কৃষিবিদ বদিউজ্জামান বাদশা ১৯৫৮ সালের ৫ জানুয়ারি শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। রাজনৈতিক জীবনে তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি, ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ-সভাপতি, কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বর্তমান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ছিলেন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

three × five =