চৌদ্দগ্রামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ

0
335

(কুমিল্লা) প্রতিনিধি: কোনোরকম আনুষ্ঠানিকতা ছাড়াই উৎসবমুখর পরিবেশে কুমিল্লার চৌদ্দগ্রামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১ জানুয়ারী) সকালে চৌদ্দগ্রাম পাইলট বালিকা বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দীন, বিদ্যালয় পরিচালনা কমিটির দাতা সদস্য কাজী মাসুম, সদস্য তৌহিদুর রহমান প্রমুখ।চৌদ্দগ্রাম ফয়েজুন্নেছা মহিলা আলিম মাদ্রাসায় বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি, মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আহসান উল্লাহ্, উপাধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল, শিক্ষক প্রতিনিধি কাজী ইয়াকুব হোসেন, পৌর যুবলীগ নেতা আকতার হোসেন মোল্লা রতন সহ প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

উপজেলার ঘোলপাশা ইউনিয়নের বীরচন্দ্রনগর আলিম মাদরাসায় বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু। মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি ও পৌর কাউন্সিলর মিজানুর রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ নাজমুল হুদা, পরিচালনা কমিটির সদস্য শাহ্ আলম মোল্লা, কাজী ইফতেখার হোসেন, ঘোলপাশা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আল-রায়হান আলকাস, সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাক প্রমুখ।

আমানগন্ডা আদর্শ উচ্চ বিদ্যালয় ও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আরশ মজুমদার, ইউপি সদস্য নুরুল বাহার, আ’লীগ নেতা নুরুল হক ভূঁইয়া, প্রবাসী খোরশেদ আলম, রুবেল, তপন মিয়া প্রমুখ।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

5 × 5 =