ব্রয়লার খামারে মুরগির ওজন বাড়াতে যেসব ব্যবস্থা নিতে হবে

0
461

 খামারির জন্য মুগরির পালনের যে সব ব্যবস্থা খামারির নিতে হবে  সেগুলো খামারিদের আগে থেকে জেনেই    সুনে খামার শুরু করতে হবে।দেশে মাংসের চাহিদা অনেকটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ব্রয়লার মুগরি। অধিক লাভের আশায় অনেকেই ব্রয়লার মুরগির খামার গড়ে তুলছেন। আসুন আজকে জেনে নিব ব্রয়লার খামারে মুরগির ওজন বাড়াতে যেসব ব্যবস্থা নিতে হবে সেই সম্পর্কে-ব্রয়লার খামারে মুরগির ওজন বাড়াতে যেসব ব্যবস্থা নিতে হবেঃ

১। ব্রয়লার মুরগির বাচ্চাকে শারীরিকভাবে সুস্থ থাকতে হবে। কোনভাবেই দুর্বল ও রোগা বাচ্চা খামারের জন্য নির্বাচন করা যাবে না।

২। যেখানে ব্রয়লার মুরগি পালন করা হবে সেখানে যাতে সব সময় আলো ও বাতাস চলাচল করতে পারে সেই ব্যবস্থা রাখতে হবে। তা না হলে খামাররের মুরগি সহজেই রোগে আক্রান্ত হবে ও খামারিরা ক্ষতিগ্রস্ত হবেন।

৩। খামারের মুরগিকে যথাসময়ে ভ্যাকসিন প্রয়োগ করতে হবে। যে কোনো ঔষধ ব্যবহারকালে সেই ওষুধের মেয়াদ আছে কিনা তা ভালোভাবে দেখে নিতে হবে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৪। মুরগির খামারের বাচ্চা আনার আগ থেকে শুরু করে নিয়মিত খামার পরিষ্কার ও জীবাণুমুক্ত করতে হবে। এতে খামারে রোগের প্রকোপ কমে যাবে এবং মুরগির দৈহিক বৃদ্ধি দ্রুত হবে।

৫। ব্রয়লার খামারের লিটার সবসময় শুকনো রাখতে হবে। খামারের লিটার ভালো হলে মুরগি ভালো থাকবে। এজন্য নিয়মিত মুরগির লিটার পর্যবেক্ষণ করতে হবে। প্রয়োজন হলে লিটার পরিবর্তন করে নতুন লিটার দিতে হবে।

৬। মুরগির ব্রুডিং এ তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখতে হবে এবং দুই ব্যাচের মধ্যে ১৫ দিন বিরতি দিতে হবে। ব্রুডিং এর সময় তাপমাত্রা যাতে খুব কম বা বেশি না হয় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

3 × five =