ধামরাইয়ে ভূমি অফিসে সরকারি টাকা আত্মসাত আইনি ব্যবস্থা নেয়নি এসিল্যান্ড

0
704

ঢাকার ধামরাইয়ে সদর ভূমি অফিসে সরকারি রাজস্বর টাকা আত্মসাত করার পর ও  আইনি কোন ব্যাবস্থা গ্ৰ্হন করেনি সহকারী কমিশনার ( ভূমি )  এসিল্যান্ড । জানাগেছে , ধামরাই উপজেলার সদর ভূমি অফিসে গত ৮ ডিসেম্বর সরকারি রাজস্বর থেকে ১ লাখ ৪০ হাজার টাকা আত্মসাত করে অত্র অফিসের তহশিলদার বিল্লাল হোসেন । টাকা আত্মসাতের  দীর্ঘ  এক মাস অতিবাহিত হলে ও ধামরাই সহকারী কমিশনার  ( ভূমি ) এসিল্যান্ড  আইনি কোন ব্যাবস্থা নেয়নি অজ্ঞাত কারনে ।  সূত্রে জানাযায়, তহশিলদার বিল্লাল হোসেন মোটা অংকের টাকার বিনিময়ে কানুনগো জিয়া উদ্দিন কে ম্যানেজ করলে এসিল্যান্ড ম্যানেজ হয়ে সরকারি টাকা আত্মসাতের ব্যপারে আইনি কোন পদক্ষেপ গ্রহণ করেনি ।এ দিকে  টাকা আত্মসাতের ঘটনায় নিয়ে অপরাধ বিচিত্রায় সংবাদ প্রকাশ হলে  জনসম্মুখে সমালোচনা সৃষ্টি হচ্ছে এসিল্যান্ড ইসতিয়াক আহমদকে নিয়ে ।  তহশিলদার বিল্লাল হোসেন টাকার বিনিময়ে সবাই কে ম্যানেজ করে  সে এখন বেপরোয়া । দম্ভোক্তি করে  তহশিলদার বলেন

 পত্রিকায় সংবাদ প্রকাশ করে আমার কিছুই  হবে না কারন আমি ঢাকা বিভাগীয় কমিশনার অফিসে কাকন নামে এক ব্যাক্তি কে দিয়ে ২ লাখ টাকার বিনিময়ে কাজ শেষ করে ফেলছি এই বলে  সে এখন দাপিঁয়ে বেড়াচ্ছে ।এ ঘটনা নিয়ে অপরাধ বিচিত্রার তথ্যানুসন্ধান অব্যাহত রয়েছে ।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

eighteen − eight =