বাঁশখালীতে মেম্বারের বিরুদ্ধে মামলা করে বাদি-সাক্ষী ঘর ছাড়া

0
302

বাঁশখালীর চাম্বল ইউনিয়নের দক্ষিণ চাম্বল গ্রামে ইউপি সদস্য আবদুল মাবুদের সশস্ত্র হামলায় ৫ নারী ও এক বয়োবৃদ্ধ পুরুষ আহত হয়েছে। গুরুতর আহত মো. আলম (৫২) ও জুনু আরা বেগম(৪৫) নামের ২ জনকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই সময় আহতদের বাঁচাতে গ্রামবাসীরা এগিয়ে আসলে তাদের তাড়াতে সন্ত্রাসীরা ৫ রাউন্ড বন্দুকের গুলি ছুঁড়ে এলাকায় ত্রাস সৃষ্টি করার অভিযোগ এনেছে বাদীপক্ষ।

 অপরদিকে ইউপি সদস্যের প্রকাশ্যে নারী পুরুষের ওপর লাঠিপেটার দৃশ্য এলাকায় ভিডিও ভাইরাল হওয়ায় গ্রামে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। আগ্নেয়াস্ত্র দিয়ে মহড়া করার দৃশ্য ভিডিও ধারণ করার ঘটনার সময় জুনু আরা বেগম(৪৫) নামের এক নারীর হাত ভেংগে দিয়েছে সন্ত্রাসীরা। সাথে মোবাইলটিও ভেংগে চূরমার করে দিয়েছে। এ ব্যাপারে গতকাল সোমবার ৭ ফেব্রুয়ারী বাঁশখালী থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশ জানায়, ঘটনাটি গত শনিবার ৫ ফেব্রুয়ারী সকাল ১১টায় ঘটলে এ ব্যাপারে মো. জমির উদ্দিন বাদি হয়ে বাঁশখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাটিস্ট্রেট মো. মাঈনুল ইসলামের আদালতে গত রবিবার ৬ ফেব্রুয়ারী মামলা করেন, আদালত মামলাটি বাঁশখালী থানার ওসিকে নথিভুক্ত করার নির্দেশ দেন।

 মামলার এজাহার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মো. জমির উদ্দিন নামের এক ব্যক্তির ১৬ শতক পৈত্রিক জায়গা দখল করে জোর পূর্বক খাস জায়গা বলে পাকা দালান করে নেন ইউপি সদস্য আবদুল মাবুদ। এ ব্যাপারে মো. জমির উদ্দিন আইন আদালতের আশ্রয় নিলে ক্ষেপে যান ইউপি সদস্য আবদুল মাবুদ। এর জের ধরে গত ৫ ফেব্রুয়ারী সকালে জমির উদ্দিনের পরিবারের ওপর ইউপি সদস্য আবদুল মাবুদ দলবল নিয়ে সশস্ত্র হামলা চালায়। ওই সময় ইউপি সদস্য নিজেই লাঠিপেটা করে জমির উদ্দিনের পরিবারের ওপর। হামলায় আহত হয়েছে বৃদ্ধ মো. আলম (৫২), জুনু আরা বেগম(৪৫), আয়শা বেগম(৪৫), তসলিমা আক্তার(২২), জেসমিন আক্তার (৩২), পারভীন আক্তার(৩৫)। আহতদের বাঁচাতে এগিয়ে আসলে ঘটনার সময় সন্ত্রাসীরা আগ্নেয়াস্ত্র থেকে ৫ রাউন্ড গুলি ছুঁড়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, ‘ মামলার পর পর পুলিশ আসামিদের গ্রেফতারে অভিযানে নেমেছে। ঘটনাস্থল পাহাড়ি হওয়ায় আসামিরা কৌশলে পাহাড়ে পালিয়ে আছে তবে পুলিশের হাতে আসামিরা ধরা পড়বেই।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

fourteen + four =