ব্রিজের সংযোগ রাস্তার ঢাল নির্মান না করায় জন দুর্ভোগ চরমে

0
355

বরগুনা প্রতিনিধি:বরগুনা জেলার আমতলীর আরপাংগাশিয়া ইউনিয়নের চরকগাছিয়া- সোমবাড়িয়া বাজার খালের উপর নির্মিত আরসিসি ঢালাই ব্রিজটির কাজ শেষ হলেও ব্রিজের ঢাল (এ্যাপ্রোচ) এর কাজ দীর্ঘ দিন অসম্পূর্ণভাবে ফেলে রাখে নির্মানকারী ঠিকাদার। এতে জন দুর্ভোগ পড়েছে এলাকার জনগন। গত বছর খানেক যাবত এলজিইডির ব্রিজটির কাজ ঠিকাদার আমীর হোসেনের অবহেলার কারণে জনগণের দুর্ভোগের ফাঁদ হিসেবে পরিনত হয়েছে। স্থানীয় জনগনের ভাষ্য মতে এই ব্রিজটি একটা জন গুরুত্বপূর্ণ সেতু। দীর্ঘদিন যাবত অবহেলায় পড়ে থাকার কারনে এলাকার মানুষ এখন চরম ভোগান্তির শিকার। পথচারীরা এবং যানবাহন চলাচলকারী লোকজন বলেন, চড়কগাছিয়া, পঁচাকোড়ালীয়া, কলারং এবং বালিয়াতলী এলাকার বিপুল জনসাধারণ প্রতিদিন এই একটি মাত্র সেতু দিয়ে যাতায়াত করে। এখন এলাকার মানুষের একমাত্র চাওয়া এই ব্রিজটির সংযোগ রাস্তার কাজ সম্পন্ন করা।

 এতে জনগণ  বিশেষভাবে উপকৃত হবে। আরপাংগাশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেলী পারভীন মালা কিছু দিন পূর্বেও আমতলী উপজেলার ইউএনও মহোদয়কে নিয়ে সরেজমিনে স্থানটি পরিদর্শন করান। তাৎক্ষনিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা এলজিইডি কর্তৃপক্ষকে অবহিত করলেও কর্তৃপক্ষ কোন কর্নপাত করছে না বলে জানা যায়। জনগণ মনে করছে কোন অদৃশ্য কারণে এই গাফিলতি এবং চরম অব্যবস্থাপনা চলছে।

জনগণের দাবী অনতিবিলম্বে চড়কগাছিয়া-সোমবাড়ীয়া বাজার ব্রিজের এ্যাপ্রোচ সড়কের সম্পূর্ণ কাজ সমাপ্ত করা হোক। ফলে এলাকার মানুষের যাতায়াত এর ক্ষেত্রে দুর্ভোগ কমবে বলে জনগণ আশা করে

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

seven − 3 =