ইউক্রেন যুদ্ধের কারনে তেল গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় পন্যের দাম বৃদ্ধি পেয়েছে  ….কানিজ সুলতানা এমপি

0
320

পটুয়াখালী প্রতিনিধিঃ বিএনপি-জামাত জোটের দেশ বিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য, অপতৎপরতা ও উন্নয়নের গতিকে বাধাগ্রস্থ করার বিরুদ্ধে পটুয়াখালীতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জেলা মহিলা আওয়ামী লীগ।সোমবার (১৪ মার্চ)  সকাল ১০ টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে জেলা মহিলা আওয়ামীলীগ আয়োজনে বিক্ষোভ মিছিল পূর্ব বিএনপি- জামাত জোটের দেশ বিরোধী গভীর ষড়যন্ত্র, নৈরাজ্য, অপতৎপরতা, উন্নয়নের গতিকে বাধাগ্রস্থ করার বিরুদ্ধে প্রতিবাদে বিক্ষোভ মিছিল পূর্ব  মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভানেত্রী জাতীয় সংসদ সদস্য অধ্যাপিকা কাজী কানিজ সুলতানা হেলেন।

পৌর মহিলা আওয়ামীলীগের সভানেত্রী সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহানা হোসেন মিকি’র সঞ্চালনায় সমাবেশে একাত্মতা ঘোষনা করে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা মুজাহিদুল ইসলাম প্রিন্স।

 এ সময় আরো বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদিকা জাকিয়া সুলতানা বেবী, সাংগঠনিক সম্পাদিকা মিতু সিকদার। এ সময় বক্তারা বিএনপি- জামাত জোটের ষড়যন্ত্র, নৈরাজ্য, অপতৎপরতার বিরুদ্ধে মহিলা আওয়ামীলীগের সকল পর্যায়ের নেতা- কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থাকার আহবান জানান।

সমাবেশ শেষে একটি  বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে লঞ্চ টার্মিনালে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারনে তেল গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় পন্যের দাম বিশ্বব্যাপী বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশেও তার প্রভাব পড়েছে। সরকার চেষ্টা করছে এসব পন্যের দাম সাধারন মানুষের নাগালে আনতে। এ ব্যাপারে ব্যাবসায়ীদের  সহযোগিতা কামনা

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

12 − 11 =