লালমাই উপজেলার বাগমারা উচ্চ বিদ্যালয়ের মুজিব শতবর্ষ  উদযাপন

0
301

লালমাই উপজেলার ঐতিহ্যবাহী বাগমারা উচ্চ বিদ্যালয়ের মাঠে মুজিব শতবর্ষ ও শতায়ু ২০২২ বর্ণিল ভাবে উদযাপন করা হয়।দক্ষিণ কুমিল্লার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বাগমারা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে উপস্থিত ছিলেন বাগমারা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এফসিএ (লোটাস কামাল) এমপি।শতবর্ষ উদযাপন কমিটির আহবায়ক ও সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র গোলাম সারওয়ার এর সভাপতিত্বে  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় অর্থমন্ত্রীর একান্ত সহকারি সচিব বাবু কল্যাণ মিত্র সিংহ, লালমাই উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরোজ,সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার শূভাশীষ ঘোষ,লালমাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বাগমারা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আবদুল মালেক বিকম,কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবদুল মমিন মজুমদার,শতবর্ষ উদযাপন কমিটির সদস্য সচিব মোঃ কামাল হোসেন,

উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ আবদুল মোতালেব,জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি ও লালমাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন জয়,লালমাই প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক লালমাই এর সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মজুমদার লালমাই প্রেস ক্লাবের দফতর সম্পাদক ও দৈনিক লালমাই এর বার্তা সম্পাদক আনোয়ার হোসেন উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রাব্বি সহ বাগমারা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল এফসিএ লোটাস কামাল এমপি বলেন সবার দাবির প্রেক্ষিতে বাগমারা উচ্চ বিদ‍্যালয় এবং  বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ের একত্রীকরণ করে জাতীয়করণ করা হবে।

এছাড়াও বাগমারা উচ্চ বিদ্যালয় ও বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী ও ছাত্র – ছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক আনুষ্ঠান ও র‍্যাফল ড্র অনুষ্ঠিত হয়।শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে সর্বোচ্চ রেজিষ্ট্রেশনকৃত সম্মাননা  ১৯৯৯ এসএসসি ব্যাচকে প্রদান করা হয়।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

twenty + 11 =