পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় ২৫মার্চ গণহত্যা দিবস পালিত

0
298

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গণহত্যা দিবস পালিত । ২৫মার্চ সকাল সাড়ে ৮টায় পুরাতন জেলখানা গণকবর, মাদবর বাড়ি গণকবর ও ডিসি বাংলা সংলগ্ন গণকবর জিয়ারত ও পুষ্পস্তবক অপর্ণ করেন জেলা প্রশাসক মোহাম্মাদ কামাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন,  জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মোহন, পুলিশ সুপার মোহাম্মাদ শহীদুল্লাহ পিপিএম,  জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট মো. সুলতান আহমেদ মৃধা,  পৌরমেয়র মহিউদ্দিন আহমেদ,  সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান,এ্যাড. গোলাম সরোয়ার, সদর ইউএনও জান্নাত আরা নাহিদসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগন, মুক্তিযোদ্ধাবৃন্দ, পটুয়াখালী প্রেসক্লাব, বিভিন্ন সামাজিক সংগঠন সমূহ। বাদ যোহর সারাদেশে ২৫ মার্চ রাতে নিহতদের স্মরনে বিশেষ মোনাজাত করা হয়। বিকেল ৪টায় ডিসি স্কয়ার মাঠে  ২৫মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসক মোহাম্মাদ কামাল হোসেন এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিকাল ৫টায় জেলা আওয়ামীলীগের আয়োজনে মাদবর বাড়ী গণ কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

eighteen − five =