রংপুর সদর সহকারী কমিশনার ভূমি কে অপসারণের দাবিতে ….আইনজীবী দের মানববন্ধন

0
388

বুধবার বেলা ২ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে সাধারণ আইনজীবীদের উদ্যোগে মানববন্ধন-সমাবেশ অনুষ্ঠিত হয়। রংপুর সদর সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক আইনজীবীকে  অপদস্ত ও হেয় করার প্রতিবাদে আজ এডভোকেট পলাশ কান্তি নাগ এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল রংপুর-১ এর পাবলিক প্রসিকিউটর এডভোকেট খন্দকার রফিক হাসনাইন,এডভোকেট শাহেদ কামাল রুবেল,এডভোকেট আব্দুল গফফার সরকার,এডভোকেট নরেশ সরকার,এডভোকেট ওয়াজিহার রহমান,এডভোকেট তারিক আজিজ জিসান,এডভোকেট বকুল,এডভোকেট আফরোজা শারমিন কনা,এডভোকেট শফিকুল ইসলাম রকেট, এডভোকেট কানিজ ফাতেমা কনা,এডভোকেট সাদিকুল ইসলাম সুজন,ভুক্তভোগী এডভোকেট শহিদুল ইসলাম,এডভোকেট মোজাহিদুল ইসলাম বুলেট প্রমুখ।

বক্তারা,অবিলম্বে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনজীবীকে অপদস্ত  ও হয়রানির জন‍্য দায়ী রংপুর সদর সহকারী কমিশনার(ভুমি) কে অপসারণ ও নিঃশর্ত ক্ষমা প্রার্থনার দাবি জানান।অন্যথায় ক্ষমতার অপব‍্যবহারকারী রংপুর সদর সহকারী কমিশনার(ভূমি) এর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবিতে লাগাতার আন্দোলনের ঘোষণা দেন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

4 × 4 =