লালমাই উপজেলায় পাইকপাড়া স্বাধীন বাংলা ক্লাব পাঠাগার এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত

0
394

মোস্তফা কামাল মজুমদারস : এসো বই পড়ি,সমাজকে আলোকিত করি”এ স্লোগানকে সামনে রেখে ৮ই এপ্রিল শুক্রবার সন্ধ্যা ৭টায় লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের পাইকপাড়া ঐতিহ্যবাহী পন্ডিত বাড়ীর স্বাধীন মঞ্জিলের অস্থায়ী কার্যালয়ে স্বাধীন বাংলা ক্লাব পাঠাগার এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।উক্ত সভায় পাইকপাড়া স্বাধীন বাংলা ক্লাব পাঠাগার এর সভাপতি মোঃ নাজমুল হাসান ইলিয়াস এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন স্বাধীন বাংলা ক্লাবের প্রতিষ্ঠাতা ডাঃ মোঃ জয়নাল আবেদীন জয়,স্বাধীন বাংলা ক্লাব পাঠাগার এর  সহ-সভাপতি মাওলানা মোঃ আলাউদ্দিন মাসুম ,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামীম হোসেন,অর্থ সম্পাদক প্রবীর সিংহ,শিক্ষা ও সাহিত্য সম্পাদক মেহেদী হাসান তুহিন,সদস্য মাওলানা শামীম হোসেন,মোঃ তাজুল ইসলাম, মোঃ জাকির হোসেন,মোঃ ফরিদ উদ্দিন,মোঃ রাব্বি হোসেন,মোঃ নাঈম,মোঃ ফয়সাল।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন মোঃ সাদ্দাম হোসেন,মোঃ ইব্রাহিম খলিল যুবরাজ,মোঃ মামুন,মোঃ শিপন প্রমুখ।উক্ত সভায় সর্বসম্মতিক্রমে গৃহিত হয় যে, শিক্ষা ও সংস্কৃতির উর্বর ভূমি লালমাই উপজেলায় ভবিষ্যৎ প্রজন্মের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দেয়ার লক্ষ্যে পাইকপাড়া সহ পার্শ্ববর্তী ঘনিয়াখালী, সিধুচী, নাগড়িপারা, হাতিলোটা, সংকুরপাড়, মুজিবনগর কেন্দ্রিক একটি গনপাঠাগার আবশ‍্যক।এ পাঠাগার এর মাধ‍্যমে লালমাই অববাহিকার মাটি ও মানুষের সৃষ্টি – কৃষ্টি, ঐতিহাসিক খ্যাতিমান ব‍্যাক্তিবর্গের অবদান তুলে ধরাই মূল লক্ষ্য। সমাজকে মাদক মুক্ত সহ সকল রাষ্ট্র বিরোধী ও সমাজ বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে সোচ্চার হয়ে সমাজকে আলোকিত করাই এ পাঠাগারের উদ্দেশ্য।

বাংলাদেশের মাটি ও মানুষের মুক্তিযোদ্ধের অনাধিকালের লালিত স্বপ্ন -সাধ স্বাধীনতাকে চির অম্লান রাখতে স্বাধীন বাংলা ক্লাব পাঠাগার নামানুসারে গনপাঠাগারটি স্থাপনের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহিত হয়।

সভায় সর্বোসম্মতিক্র‍মে উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। প্রধান উপদেষ্টা কাপাশতলা সরকারি প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার মোঃ জসীম উদ্দিন,উপদেষ্টা ডাঃ মোঃ জয়নাল আবেদীন জয়,মোঃ মাকসুদ মজুমদার সাগর,মোঃ শাহ জালাল মজুমদার জালাল, অধ্যাপক মোঃ ইউনুস মিয়া,মোঃ গাজী হাবিব,মাওলানা মোঃ আবুল কাশেম,মাষ্টার মোঃ আবদুস সাত্তার,মোঃ শরীফ উল্লাহ নয়ন,মোঃ আবদুস সোবহান

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

12 + seven =