তুর্কি রাষ্ট্রদূতের  সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

0
509

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে গিয়ে দলটির কয়েকজন শীর্ষ নেতার সঙ্গে বৈঠক করেছেন তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান । আজ রোববার, ২৪ এপ্রিল বেলা ১১টার দিকে রাজধানীর গুলশানের ওই অফিসে যান তিনি।তুরস্কের রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির পক্ষ থেকে গণমাধ্যমকে বিষয়টি আগে জানানো হয়নি। এ বিষয়ে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি স্বীকার করে বলেন, হ্যাঁ, গুলশান অফিসে এসেছেন তুরস্কের রাষ্ট্রদূত।জানা যায়, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশান অফিসে অবস্থান করছিলেন। এ ছাড়া স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ সেখানে থাকার কথা।

অপরদিকে, বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন মিশনের উপ-প্রধান কামাল বুরাক তামিজেল। উভয়পক্ষের মধ্যে আলোচনার বিষয় সম্পর্কে জানা যায়নি।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

10 − 4 =