দুই দলের মধ্যে সংঘর্ষে  সুদানে  নিহত ১৬৮

0
1226

হামলার জন্য স্থানীয় সশস্ত্র জানজাবিদ গোষ্ঠীকে দায়ী করা হচ্ছে  সংঘর্ষে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ। দ্য জেনারেল কো-অর্ডিনেশন ফর রিফিউজিস অ্যান্ড ডিসপ্লেসড ইন দারফুরের মুখপাত্র জানান,সংঘর্ষে রোববারই ১৬০ জন নিহত হয় সংঘর্ষ এখনো চলছে ফলে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তিনি  সুদানের দারফুর অঞ্চলে দুই দলের মধ্যে সংঘর্ষে ১৬৮ জন নিহত হয়েছে আহত হয়েছে আরো ৯৮ এছাড়া সংঘর্ষের কারণে প্রায় ২০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। শুক্রবার দারফুরের ক্রেইনিক এলাকায় প্রতিদ্বন্দ্বী দুই দলের মধ্যে পাল্টাপাল্টি হামলায় হতাহতের এই ঘটনা ঘটে।

সংঘর্ষের কারণ বর্ণনা করে সংস্থাটি বলেছে, সম্প্রতি ক্রেইনিক এলাকার সশস্ত্র একটি গোত্রের দুই ব্যক্তিকে হত্যা করে অ-আরব মাসালিত সংখ্যালঘু গোষ্ঠী। তারই প্রতিশোধ নিতে শুক্রবার মাসালিত গোষ্ঠীর গ্রামে হামলা করে ওই সশস্ত্র গোত্রটি। ওইদিন নিহত হয় ৮ জন। সংঘর্ষের পর গত চারদিনে অন্তত ২০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। দাতব্য সংস্থা দ্য জেনারেল কো-অর্ডিনেশন ফর রিফিউজিস অ্যান্ড ডিসপ্লেসড ইন দারফুরের মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

fourteen − 13 =