কবি সাইয়ারা সায়মা লাকী’র অপূর্ণ ইচ্ছে গুলো কি জেনে নিন

0
495

কবিতাঃ অপূর্ণ ইচ্ছে
কবিঃ সাইয়ারা সায়মা লাকী
প্রকাশকালঃ ১৬.০২.২০২৩ খ্রিঃ

আমিও স্ব নিয়মেই পাড়ি দেবো
জীবনের অন্তীম খেয়া
স্বজনদের চিৎকার করে
কান্নার শব্দ টুকু
কানে পৌছাবে না আর,
সেদিন তাকে দেখার নেশায়
ক্লান্ত চোখ ঘুমিয়ে যাবে
চিরনিদ্রায় অচল অসাঢ়
প্রাণশূণ্য আমি টা পড়ে থাকবে
নিরব নিথর দেহ নিয়ে।
আমার অপূর্ন ইচ্ছাগুলো
সমষ্টি হয়ে হিমালয় সম বোঝা হয়ে
ভর করবে আমার বুকে
আমার ইচ্ছে গুলো মুক্তি পাবে
সেদিন-আমি আমিও মুক্তি পাবো
শেষ হবে তোমায় দেখার অদম্য ইচ্ছে
মৃত্য হবে তাদের দাফনও হবে
আমার দেহের সাথে।
অপুর্নতার যন্ত্রনাকে খুব কাঁদাবো আমি
পূর্ণ না হওয়া ইচ্ছে গুলোও
আফসোস করে বলবে
একটু সদয় হতে পারতাম
কিছু ইচ্ছে পূরণ হলেও হতে পারতো
তাকে দেখার ইচ্ছে,
তার বুকে মাথা রেখে শেষবার
পৃথিবী দেখার ইচ্ছে
তার আলিঙ্গনে শেষ নিশ্বাসটা ছাড়ার ইচ্ছে
তাকে অন্তিম মূহুর্তে একবার বলার ইচ্ছে
সত্যি ভয়ংকর রকমের ভালোবাসি তোমাকে
তাই পরপারে আমার চাওয়া তুমি।
এত এত অপূর্ণ ইচ্ছে মনে লালন করে
পাড়ি দেবো জীবনের অন্তিম খেয়া,
গন্তব্য শেষ ঠিকানা
তখনও অশান্ত মন শেষবার বলে উঠবে
কেন তুমি আমার হয়েও হলেনা।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

three × one =