প্রিয়ার ভালোবাসার ছোঁয়ায় কবি আসফিকুর রহমান আবির

0
795

অপরাধ বিচিত্রা সাহিত্য ডেস্কঃ

কবিতাঃ প্রিয়ার ভালোবাসার ছোঁয়া কবিঃ আসফিকুর রহমান আবির

আজ কোন কথা নাই
নাই কোন কাজ
হে প্রিয়া বসো পাশে আমার,
বলো আমাকেই
মনের যত তত্ব বিদ্যা
অশরীর মতো তোমার গাত্রের
সুবাস দাও আমায়।
শিখার গুপ্ত বীনার সুর
চঞ্চল হোক আমার মন,
নৃত্যের ছলাকলা
শিখাও আমাকে
কেমনে করিবো নাচ,
কেমনে গাহিবো গান,
ছন্দ কলায় দেহের
ভাঁজে ভাঁজে উঠুক তরঙ্গ জেগে
ভুলে যাবো মৃত্যের মহিমা
দুঃখ ভরা বেদনার তিমির।
তোমার চোখের জ্যোতির
আলো ঝলকানিতে দেখিবো
সম্মুখের আনন্দ প্রশস্ত পথ।
জির্ণশীর্ণ ভগ্ন প্রাসাদের
মস্তকে উঠিবে জেগে
নব জাগরনের সুরধ্বনী,
তারই ঝঙ্কারে যাবে ভেঙ্গে
অস্পৃস্য প্রাচুর্যের পিরামিড।
আমার প্রসন্ন হৃদয়ে
জাগবে নতুন সূর্য,
তারই আলোয় আলোকিত হবে
তোমার ভালোবাসর ছোঁয়ায়
আমার ভূবনময়।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

four × 5 =