টঙ্গী আমতলী কেরানির টেক বস্তিতে অবৈধ মাদকের জমজমাট ব্যবসা

0
361

মো: শাহজাহান হাসান: টঙ্গী গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী পূর্ব থানাধীন ৪৬ নং ওয়ার্ডের চিহ্নিত আমতলী কেরানির টেক বস্তিতে প্রকাশ্যে চালিয়ে যাচ্ছে মরণ নেশা ইয়াবা, মদ, গাজা, হিরোইন সহ মাদক ব্যবসা। এ অবৈধ মাদক ব্যবসা করে একাধিক মামলার আসামিরা অনেকেই হয়েছে কোটিপতি। মাদকের ভয়াবহতা সম্পর্কে আমরা সকলেই জানি কিন্তু মাদক নিয়ন্ত্রন করা বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার সম্ভব হচ্ছে না। দিন দিন বেড়েই চলছে মাদক, চুরি, ছিনতাই ডাকাতি, খুন-খারাবি সহ বিভিন্ন অনৈতিক কার্যকলাপ। সরকার দলীয় আওয়ামী লীগের গডফাদারা থাকছে চুপচাপ। তাই জাতীয় অপরাধ বিচিত্রার অনুসন্ধানী দলটি অনুসন্ধান করে জানতে পারে যে, মাদক সম্রাজ্ঞী আকলিমা বেগম,

কেরানিটেক বস্তির ভিতরে মাদকের টাকায় গড়ে তুলেছেন পাঁচতলা ফাউন্ডেশন বাড়ি ইতিমধ্যে দুই তালা কমপ্লিট এবং রয়েছে একটি টিনশেড বাড়ি। এছাড়াও অবৈধ মাদক ব্যবসায়ী আনোয়ার হোসেন আনু, স্বর্ণ বেগম, রুনা বেগম, শিলা আক্তার, কারিমা বেগম, আকলি, কাকলি, হুমায়ুন, জীবন, বাবলু ও তার স্ত্রী স্বর্ণ  ফরহাদ,

হৃদয় এদের চলছে জমজমাট মাদক ব্যবসা। মাদকের ডিলার হারুন ও তার স্ত্রী রহিমা বেগম টঙ্গী রেলওয়ে জংশনের রেল লাইনের পাশেই ছোট একটা দোকান বসিয়ে বিভিন্ন মহিলাদের দিয়ে অবৈধ মাদক সেবনকারীদের হাতে পৌঁছে দিচ্ছে। বিশ্বস্ত সূত্রে আরো জানা যায় টঙ্গী এলাকার সচেতন ব্যক্তিবর্গের মুখ থেকে, রোজিনা ও হনুফা বেগম তারাও অবৈধ সকল ধরনের কার্যকলাপ হরদম চালিয়ে আসছে।

এসব মাদক ব্যবসায়ীদের সেল্টার দিচ্ছে আওয়ামী লীগের কিছু বড় বড় নেতা ও সন্ত্রাসী বাহিনীরা। এতে করে টঙ্গী এলাকার যুব সমাজ ধ্বংসের ধার প্রান্তে বসে যাচ্ছে।এই যুব সমাজ কে রক্ষা করতে জাতীয় অপরাধ বিচিত্রা অনুসন্ধানী দলকে এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তি জোর আপত্তি করে বলে এক মাত্র বিভিন্ন আইন প্রয়োগ কারী সংস্থা বাহিনীর নজর দারি কামনা করেছেন এবং অতিসত্বর এই

সকল মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে সঠিক বিচারের জোর দাবি জানিয়েছেন। পরবর্তী সংখ্যায় আরো বেশ কিছু চঞ্চল্যকর তথ্য আমাদের পত্রিকার মূল কার্যালয়ে এসে পৌঁছিয়েছে যা সচিত্র প্রতিবেদন সহ ধারাবাহিক প্রকাশ করা হবে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

eight − six =