পবিত্র ঈদুল আজহা এক দিন ছুটি বাড়িয়ে ২৭ থেকে ৩০ জুন পর্যন্ত থাকবে ঈদের ছুটি

0
287

নিজস্ব প্রতিবেদক: দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে বাংলাদেশে আগামী ২৯ জুন বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানী ঢাকার বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

এদিকে আগামী ২৭ জুন থেকে ঈদের সরকারি ছুটি শুরু হচ্ছে।

গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ঈদুল আজহার ছুটি এক দিন বাড়িয়ে চার দিন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

পূর্বঘোষণা অনুযায়ী, ঈদের ছুটি হওয়ার কথা ছিল ২৮ থেকে ৩০ জুন পর্যন্ত। এবার এক দিন ছুটি বাড়িয়ে ২৭ জুন থেকেই ঈদের ছুটি শুরু হচ্ছে। ২৭ থেকে ৩০ জুন পর্যন্ত থাকবে ঈদের ছুটি।

এর পরের দিন ১ জুলাই শনিবার সাপ্তাহিক ছুটি। এ কারণে এবার ঈদের ছুটি হবে পাঁচ দিন। এর আগে গত ঈদুল ফিতরেও এক দিন ছুটি বাড়িয়েছিল সরকার।

ইসলামিক ফাউন্ডেশন গতকাল সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দেশের আকাশে হিজরি ১৪৪৪ সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে।

ফলে আজ মঙ্গলবার থেকে জিলহজ মাস গণনা করা হবে।

সভায় ১৪৪৪ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়গুলো, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে তথ্য নেওয়া হয়।

সৌদি আরবে ২৮ জুন ঈদুল আজহা উদযাপিত হবে। পবিত্র হজ পালিত হবে ২৭ জুন। ব্রুনাই, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় ২৯ জুন ঈদুল আজহা উদযাপিত হবে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

fourteen + 8 =