কুমিল্লায় অবৈধ গাড়িতে তৈরি হয়েছে মরন ফাঁদ প্রতিদিনই ঘটছে কোন না কোন দুর্ঘটনা।

0
429

কুমিল্লা থেকে ঘুরে এসে মোল্লা নাছির উদ্দীন  :অস্বাভাবিক গতিতে হাত-পা ভাঙছে যাত্রীদের হাইকোর্টের নির্দেশনা, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিদ্ধান্ত তোয়াক্কাই করছে না। প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচল করেছে প্রতিদিন। অন্য পেশা থেকে আসা শ্রমিকরা।এখন এসব গাড়ি  চালাচ্ছে বেপরোয়া ও বিশৃঙ্খলা অটোরিকশা চালনার কারণে প্রতিনিয়তই ঘটেছে দুর্ঘটনা। দুর্ঘটনার পাশাপাশি প্রতিটি সড়কেও সৃষ্টি হচ্ছে যানজট। কুমিল্লা জেলা জুড়ে  অটোরিকশা চলাচল সহ সরে জমিনে দেখা যায় কুমিল্লা মহানগর আশেপাশের উপজেলার প্রধান সড়কে অবৈধ অটোরিকশা চলাচলের মহা উৎসব গড়ে উঠেছে তাড়ই দ্বারা বাহিকতায় কুমিল্লা – মিরপুর  আঞ্চলিক মহাসড়কে  গঠছে দুর্ঘটনা চলছে অবৈধ গাড়ি স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় শাসন গাছা হইতে পাল পড়  হয়ে ভরাশার বাজার, বুড়িচং, ব্রাহ্মণ পাড়া পর্যন্ত নিয়মিত দাপিয়ে বেড়াচ্ছেন অবৈধ এ বাহন তার ফলে ঘটছে দূর্ঘটনা তৈরি হয়েছে মরন ফাঁদ,আবার চলছে বেপরোয়া গতিতে। জাতীয় সাপ্তাহিক অপরাধ বিচিত্রা পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক জাতীয় প্রেস কাউন্সিল কতৃক প্রশিক্ষণ প্রাপ্ত, দৈনিক গোমতী প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক   এম এ মান্নানকে বুড়িচং কলেজের সামনে একটি ব্যাটরি চালিত অটোরিকশা  ধাক্কা দিলে ঘটনা স্থলে তিনি পরে যায়ন এবং আহত হন এমন সময় স্থানীয় সাংবাদিক মোহাম্মদ ইকবাল হোসেন এসে তাহাকে উদ্ধার করে প্রথমে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে দেবিদ্বার জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া কর্তব্যরত চিকিৎসক পরিক্ষা নিরিক্ষার পর বলেন তাহার বাম পায়ের হাটুর বাটি ভেঙে গিয়েছে তিনি বর্তমানে চিকিৎসাধিন অবস্থায় তাহার গ্রামের বাড়িতে বেড রেষ্ট  রয়েছেন।তাই তিনি এখন অসুস্থ তাহাকে দেখার জন্য একঝাক কলম সৈনিক তাহার গ্রামের বাড়িতে যান।তিনি সকলেরসাথে আলাপ কালে বলেন আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি কারন ঝর বৃষ্টি অপেক্ষা করে আমাকে দেখতে এসেছেন। এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ সাদ্দাম হোসেন,ব্রাহ্মণ বাড়িয়া জেলা প্রতিনিধি, অপরাধ বিচিত্রা, মোহাম্মদ মিজানুর রহমান, ফটোগ্রাফার, কুমিল্লা জেলা,মোহাম্মদ  মামুনুর রশীদ, দপ্তর সম্পাদক দেবিদ্বার প্রেস ক্লাব,তালাশ বাংলার প্রতিনিধি, সাংবাদিক গোবিন্দ, মোহাম্মদ নাইম তালাশ বাংলার প্রতিনিধি

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

four × one =