লালমাইয়ে শেখ রাসেল দিবস উপলক্ষে প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, র‍্যালী ও  আলোচনা সভা অনুষ্ঠিত  

0
300

মোস্তফা কামাল মজুমদার: ১৮ই অক্টোবর মঙ্গলবার দুপুরে লালমাই উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত জাতীয় শেখ রাসেল দিবস – ২০২৩ যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।উপজেলা প্রাঙ্গণে স্থাপিত শেখ রাসেলের প্রতিকৃতি পুষ্পস্তবক অর্পণ করেন।

উপজেলা প্রাঙ্গণ থেকে র‍্যালীটি কুমিল্লা – নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করেন।

উপজেলা পরিষদের অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোসা: নাছরীন আক্তার।

শেখ রাসেল দিবস – ২০২৩ উপলক্ষে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, র‍্যালী, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হানিফ সরকার , লালমাই প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও দৈনিক রূপসী বাংলা সাংবাদিক মো: জয়নাল আবেদীন জয়, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো: ফরহাদ আলম খান,উপজেলা পরিসংখ্যান অফিসার মো: সাইফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রোকসানা আক্তার,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: মো: জাফর আল সাদেক,উপজেলা সহকারী পল্লী উন্নয়ন অফিসার মো: মোতালেব হোসেন,উপজেলা তথ্য সেবা অফিসার রাবেয়া পারভীন, উপজেলা সহকারী প্রোগ্র‍ামার আবদুল্লাহ আল মামুন,ভূলইন উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমরান কবির, পেরুল দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুল্লাহ রুবাই,বাকই উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মিজানুর

রহমান,দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: তোফাজ্জল হোসেন, লালমাই থিয়েটারের সভাপতি ও প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর আলম,প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক ও দৈনিক ভোরের কলামের সাংবাদিক মোহাম্মদ আনোয়ার হোসেন প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন,রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলা বিভিন্ন শিক্ষা – প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী,ছাত্র- ছাত্রী বৃন্দ।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

7 − 1 =