ফিলিস্তিনের পাশে দাঁড়ান ও অবাধ সুষ্ঠু নির্বাচন দিন: আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী

0
240

মুহা. মাসুদুন্নবী: বাংলাদেশ খেলাফত আন্দোলন কেন্দ্রীয় কমিটির আয়োজনে রাজধানীর বায়তুল মোকাররমের উত্তরগেট সংলগ্ন সড়কে (শনিবার (২১ অক্টোবর-২৩) বিকাল তিনটায় অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানো, আলেম-উলামাদের উপর হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার, ফিলিস্তিনে মুসলমানদের উপর দখলদার ইসরাইলের সন্ত্রাসী হামলা বন্ধের দাবিতে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির ভাষনে আমীরে শরীয়ত, আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী দখলদার ইসরাঈলি আগ্রাসনের নিন্দা জানিয়ে বলেন, নিরীহ ফিলিস্তিনিদের উপর ইহুদীদের নৃশংস অত্যাচার বর্বরোচিত আক্রমণ সারা পৃথিবীর শান্তিকামী মোসলমান মেনে নিতে পারে না। তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন, শুধু ফিলিস্তিনের পক্ষে অবস্থান ব্যক্ত করলে হবে না, সব ধরনের সহযোগিতা নিয়ে তাদের পাশে দাঁড়াতে হবে। তিনি বলেন দেশে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি জনগণ সহ্য করতে পারছে না, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ করতে অবিলেম্ব কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন।

 তিনি আরো বলেন, বাংলাদেশের জনগণ আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায়। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজনের ব্যবস্থা করতে হবে। দেশের আলেম-উলামাকে বিনা কারণে জেলে আটকে রাখা হয়েছে। তাদের উপর চলমান জুলুম আল্লাহ তা’আলাও সহ্য করবেন না। অবিলম্বে তাদের মুক্তি দিতে হবে, অন্যথায় দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। খেলাফত আন্দোলনের যুগ্ম মহাসচিব মাও. সানাউল্লাহ হাফেজ্জীর পরিচালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে ছিলেন, খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, নায়েবে আমীর মাওলানা সাইদুর রহমান, সহকারী মহাসচিব আলহাজ্ব আতিকুর রহমান নান্নু মুন্সী, সাংগঠনিক সম্পাদক মুফতী সুলতান মহিউদ্দীন, তথ্য ও গবেষণা সম্পাদক মাও. মাহবুবুর রহমান নগর সাংগঠনিক সম্পাদক মুফতী আবুল হাসান কাসেমী, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, দাওয়াত ও তাবলীগ সম্পাদক মাওলানা সাজেদুর রহমান ফয়েজী, শিক্ষাদীক্ষা সম্পাদক মাওলানা এহতেশামুল হক উজানী, আন্তর্জাতিক

বিষয়ক সম্পাদক মো: মোফাচ্ছির হোসাইন, ছাত্র বিষয়ক সম্পাদক মুফতী আফম আকরাম হোসাইন, দফতর সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম জামালী, ঢাকা বিভাগীয় সমন্বকারী মৌলভী আব্দুর রকীব, মাওলানা গাজী ইউসূফ, বীর মুক্তিযোদ্ধা ক্বারী মাসউদুল হক্ব, মাওলানা শেখ সাদী, অ্যাডভোকেট জয়নাল আবেদীন বকুল, মাওলানা সুলতান আহমদ,মুফতী মোশাররফ হোসাইন রায়পুরী, মুফতী জসীম উদ্দীন, খেলাফত যুব আন্দোলনের সিনিয়র সহসভাপতি গাজী আব্দুর রহীম, খেলাফত ছাত্র আন্দোলনের সভাপতি হাফেজ জাকির বিল্লাহ প্রমূখ। মহাসচিব মাও. হাবিবুল্লাহ মিয়াজী বলেন, রাতের আধারে ভোট করে ক্ষমতায় বৈধ সরকার নয়। তারা মদীনার সনদে রাষ্ট্র পরিচালনার কথা বলে আলেম- উলামাদের উপর নির্যাতন চালাচ্ছেন। আগামী নির্বাচনের আগেই আলেম- উলামাদের মুক্তি দিতে হবে। নিরীহ ফিলিস্তিনীদের উপর আগ্রাসন চালাচ্ছে অবৈধ রাষ্ট্র ইসরাইল। আর তাদের মদদ দিচ্ছে ইয়াহুদী রাজত্বের মোড়ল আমেরিকা।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

20 − seventeen =