শারদীয় শুভেচ্ছা বিনিময়-র‌্যাব-৭, চট্টগ্রাম

0
654

মীর সালাহউদ্দীন। সামাজিক সম্প্রীতি রক্ষায় শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হিন্দু ধর্মালম্বীদের শারদীয় দুর্গাপূজা ২০২৩ উদযাপন উপলক্ষে চট্টগ্রাম জেলা ও মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে র‌্যাব-৭, চট্টগ্রাম কর্তৃক বিশেষ চেকপোস্ট ও রোবাস্ট পেট্রোলিং পরিচালনা অব্যহত রয়েছে। গত ২০ অক্টোবর ২০২৩ইং তারিখ হতে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে এবং ২৪ অক্টেবর ২০২৩ ইং তারিখ বিজয়া দশমীর বিসর্জনের মধ্য দিয়ে দূর্গাপূজা শেষ হবে। এ উপলক্ষে র‌্যাব-৭, চট্টগ্রামের আওতাধীন চট্টগ্রাম জেলার মিরসরাই, সীতাকুন্ড, হাটহাজারী, ফটিকছড়ি, বোয়ালখালী, রাঙ্গুনিয়া, বাকলিয়া, বায়েজিদ বোস্তামী, কোতয়ালী, ডবলমুরিং, পতেঙ্গা, হালিশহর, কর্ণফূলী, বাঁশখালী, আনোয়ার, চন্দনাইশ, লোহাগড়া, পটিয়া এবং সাতকানিয়া’র বিভিন্ন এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য গত ১৯ অক্টোবর ২০২৩ইং তারিখ হতে বিশেষ চেকপোস্ট ও রোবাস্ট পেট্রোলিং পরিচালনা করা হচ্ছে। শারদীয় দূর্গাপূজাকে কেন্দ্র করে চেকপোস্ট ও রোবাস্ট পেট্রোলিং এর ফলে চট্টগ্রাম জেলা ও মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোথাও কোন ধরণের অপ্রীতিকর ঘটনা পরিলক্ষিত হয়নি। হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপুজা নির্বিঘ্নে উৎযাপনের জন্য যে কোন ধরণের অনাকাঙ্খিত ঘটনা প্রতিরোধে র‌্যাব-৭, চট্টগ্রাম সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে। এরই ধারাবাহিকতায় ২২ অক্টোবর ২০২৩ তারিখ র‌্যাব-৭, চট্টগ্রামের সিপিসি-৩, চাদগাঁও, বহদ্দারহাট ক্যাম্পের কোম্পানী কমান্ডার কর্তৃক চট্টগ্রাম মহানগরীর উল্লেখযোগ্য ০৩টি পূর্জামন্ডপ যথাক্রমে কেন্দ্রীয় পূজামন্ডপ আন্দরকিল্লা, সিআরবি পূজামন্ডপ এবং এনায়েত বাজার পূজামন্ডপ পরিদর্শন এবং শুভেচ্ছা বিনিময় করেন।

শুভেচ্ছা বিনিময়কালীন চট্টগ্রাম মহানগরীর পূজামন্ডপের সভাপতি আশিশ কুমার এবং সাধারণ সম্পাদক হিল্লোল শ্যাম উজ্জ্বলসহ গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে পূজার সার্বিক নিরাপত্তা নিয়ে আলোচনা করেন এবং আইন-শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা পরিলক্ষিত হলে র‌্যাব-৭, চট্টগ্রাম’কে অবগত করার জন্য অনুরোধ জানান। উল্লেখ্য, যে কোন ধরণের অনাকাঙ্খিত ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ পূজামন্ডপ সমূহে বিশেষ নিরাপত্তা প্রদানের লক্ষ্যে র‌্যাবের সাদা পোশাকের টিম সার্বক্ষণিক পর্যবেক্ষণে রয়েছে।এছাড়াও পূজা উপলক্ষে চট্টগ্রাম শহরের প্রবেশ মুখ সমূহে র‌্যাবের বিশেষ চেকপোষ্ট পরিচালনা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে গুজব ছড়ালে তাদের সনাক্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহনের জন্য র‌্যাবের বিশেষ টিম নিয়োজিত রয়েছে। র‌্যাব-৭, চট্টগ্রামের বিশেষ চেকপোস্ট স্থাপন এবং টহল তৎপরতা বৃদ্ধির পাশপাশি সুষ্ঠুভাবে পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে প্রতিটি মন্ডপে নিয়োগকৃত স্বেচ্ছাসেবকদের সতর্ক অবস্থায় থেকে দায়িত্ব পালন করার জন্য আহ্বান করা হয়েছে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

five × 2 =