বিক্ষোভ সমাবেশ ও সংবাদ সম্মেলন পটিয়ায় জামিয়া পরিচালকের পদত্যাগ নিয়ে দু’পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচী 

0
247

পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী:- চট্টগ্রামেরপটিয়া আল-জাময়াতুল ইসলামিয়া জমিরিয়া কাছমুল উলুম মাদ্রাসার মহাপরিচালকের পদত্যাগ ও অব্যাহতি নিয়ে গতকাল (বুধবার) দু’পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচী আয়াজন করেছে। অব্যাহতি প্রাপ্ত মহাপরিচালক মুফতি ওবাইদুল্লাহ হামযার পক্ষ থেকে  দুপুর ১২টায় পটিয়া থানার মোড় চত্ত্বরে ছাত্র-শিক্ষকের একটি গ্রুপ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে। এতে মাওলানা ইমতিয়াজ হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন যথাক্রমে  মাওলানা হাবিবুল্লাহ, আজিজুল হক, সাইফুদ্দীন সাইফি, মোহাম্মদ আজিজ, আহসান, আমিনুল হক, ওমর ফারুক, আবদুল আলিম, ওমর ফারুক চাট্গামী। বক্তারা বলন, পটিয়া আল-জামিয়া মাদরাসা কতিপয় মাওলানার ষড়যন্ত্রের শিকার মুফতি ওবাইদুল্লাহ হামযা। গত ২৮ অক্টাবর রাত ১২টায় আন্দোলনের নামে  কিছু ছাত্র-শিক্ষক গ্রুপ মাদ্রাসায় তান্ডব চালায়। বিক্ষোভ প্রদর্শন করে মহাপরিচালকের  বাসা ঘেরাও করার পর রাত ৪ টায় একটি পদত্যাগ পত্র জোরপূর্বক স্বাক্ষর নিয়ে তাকে মাদ্রাসা  থেকে বের করে দেয়। মজলিশ সূরার সদস্য নয়, এমন ব্যক্তিদর দিয়ে ২৯ অক্টোবর  পদত্যাগ পত্রখানা গৃহীত করে তাকে অব্যাহতি দেওয়া হয়। এ অন্যায়ের বিরুদ্ধে তারা প্রতিবাদ জানান এবং দোষীদর শাস্তি দাবি করেন। অন্যদিকে গতকাল বুধবার বিকাল ৩ টায় আল-জামিয়ার নয়া পরিচালনা পরিষদের উদ্যােগে পটিয়া আল-জামিয়া প্রাঙ্গনে এক সংবাদ সম্মেলন আয়াজন করন।

এতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শিক্ষক মাওলানা নুরুল কবির আনসারী। লিখিত বক্তব্যে জানান, মুফতি ওবাইদুল্লাহ হামযা কৌশলে মহাপরিচালকর পদটি দখল করেন। এ পদ দখল করার পর ক্ষমতার অপব্যবহার করে প্রবীন ৭/৮ জন শিক্ষকের দায়িত্ব খর্ব করেন। তাদের ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত করেন। অনেক মুহাদ্দিসকে অপমানিত করে তিনি মুহাদ্দিসের দায়িত্ব নেন। তিনি এককভাবে বাসায়, অফিস, রুম এসি,  আইপিএস ও জেনারেটর এর সুবিধা ভোগ করলও প্রবীণ মুরব্বী ও ওস্তাদগণের সুবিধা ভোগ করতে দেয়নি।  বিভিন্ন সভা-সম্মলনে অংশগ্রহণ করে প্রচুর অর্থ ব্যায় করলেও শিক্ষক কর্মচারীদর বোখারী শরীফের দাওয়াতে অংশগ্রহণ করতে দেয়নি। এমনকি  ছাত্র-শিক্ষকদের সাথে অসাদাচরণ, স্বেছাচারিতা, গ্রুপিং সৃষ্টি, ছাত্র-শিক্ষকদের মামলা হামলার ভয়ভীতি প্রদর্শন ও নিম্ন মানের  খাবারসহ অশালীন আচরণ ও গালমন্দ করতেন। তার আচরণ সহ্য করতে না পেরে জামিয়ার প্রবীণ ওস্তাদ মাওলানা নুরুল আবছার ষ্ট্রোক করেন। তার কার্যকলাপে অতিষ্ট হয় গত ২৮ অক্টাবর ছাত্র-শিক্ষকরা ক্ষোভে ফেটে পড়েন। এতে নিরুপায় হয়ে তিনি পদত্যাগ পত্র দেন। গত ২৯ অক্টোবর বাদ মাগরিব মজলিশ সূরার বৈঠকে তার পদত্যাগ পত্র গ্রহণ করে তাকে সকল কার্যক্রম থেকে অব্যাহতি দিয়ে একটি পরিচালনা পরিষদ গঠন করা হয়। এতে আল্লামা আবু তাহের নদভীক আহ্বায়ক করে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সংবাদ সম্মলনের সময় মাদ্রাসার  প্রায় সহস্রাধিক ছাত্র উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন আল্লামা আবু তাহের নদভী, মুফতি শামসুদ্দীন জিয়া, মাওলানা নুরুল কবির আনসারী, মাওলানা জাফর ছাদক, মাওলানা আমিনুল হক ও মাওলানা আকতার হাসান প্রমুখ।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

1 × three =