সাড়ে ১৩ কোটি বকেয়া পরিশোধ, ফিরছে ইন্টারনেটের গতি।

0
272

নূর হোসেন ইমাম:দুই দিনে ১১টির বেশি ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে কোম্পানি সাড়ে ১৩ কোটি বকেয়া পরিশোধ করেছে। এতে করে ফিরতে শুরু করেছে ইন্টারনেটের গতি। তবে, চলতি সপ্তাহের মধ্যে বাকি প্রতিষ্ঠানগুলো বকেয়া পরিশোধ না করলে তাদের সংযোগ বিচ্ছিন্ন করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মির্জা কামাল আহমেদ। তিনি জানান, যারা বকেয়া পরিশোধ করেছে তাদের সংযোগ স্বাভাবিক করা হয়েছে। অন্য প্রতিষ্ঠানগুলো বকেয়া পরিশোধে যোগাযোগ করছে। তবে, কিছু প্রতিষ্ঠানের বকেয়ার পরিমাণ বেশি হলেও পরিশোধে এখনো যোগাযোগ করেনি তারা। এসব প্রতিষ্ঠানের সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত আসতে পারে।এদিকে, ইন্টারনেটের গতি কিছুটা স্বাভাবিক হয়েছে বলে জানান ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবি সভাপতি ইমদাদুল হক। বাংলাদেশ সাবমেরিন কোম্পানি বলছে, ১৯টি প্রতিষ্ঠানের মধ্যে ১০টি বকেয়া পরিশোধ করেছে। ফলে এসব প্রতিষ্ঠানের ক্যাপিং করা প্রায় ২৯০ জিবিপিএস ব্যান্ডউইথ আপ করে দেওয়া হয়েছে। বাকিদের অর্থ আদায়ে দেনদরবার চলছে। এর আগে ৩৮৪ কোটি টাকা বকেয়া আদায়ে গত বৃহস্পতিবার রাতে ইন্টারেনেটের গতি কমিয়ে দেয় বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

two × 5 =