খাল খুঁড়তে গিয়ে হেলে পড়ল ৩ তলা ভবন

0
102

নিজস্ব প্রতিবেদক: খাল খুঁড়তে গিয়ে হেলে পড়ল ৩ তলা ভবন

পুলিশের উদ্যোগে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে।

গয়নার ছড়া খাল খুঁড়তে গিয়ে চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সরাইপাড়া এলাকায় তিনতলা একটি ভবন হেলে পড়েছে। ফায়ার সার্ভিস বলছে—এই মুহূর্তে ঝুঁকিতে না থাকলেও পুলিশের পক্ষ থেকে ভবনটির বাসিন্দাদের সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে ভবনটি হেলে পড়েছে বলে খবর পায় ফায়ার সার্ভিস।

জানা গেছে, নগরীর জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় গয়নার ছড়া খালে খননকাজ কাজ চলছিল। ড্রেনের পাইলিং করার সময় ভবনটির নিচের মাটি সরে যায়। তিনতলা বিশিষ্ট ওই ভবনটিতে ৬টি পরিবার বসবাস করে।

ভবনের বাসিন্দারের সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে কিনা- জানতে চাইলে তিনি বলেন, ‘যেহেতু ভবনের বাসিন্দারা ঝুঁকিপূর্ণ অবস্থায় নেই তাই আপাতত সরিয়ে নেওয়ার বিষয়ে ভাবা হয়নি। এখানে আরও এক্সপার্টরা আছেন। তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

এ বিষয়ে আগ্রাবাদ ফায়ার স্টেশনের অফিসার উদয়ন চাকমা বলেন, ‘তিনতলা একটি ভবন পাশের আরেকটি ভবনের সাথে সামান্য হেলে পড়েছে। ফলে দুই ভবনের মধ্যে যে ফাঁকা জায়গা থাকার কথা সেটি নেই।

বাসিন্দাদের সরিয়ে নেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, যেহেতু আমাদের কোন এক্সপার্ট কেউ নেই তাই এ বিষয়ে ইঞ্জিনিয়ারিং টিম ঘটনাস্থলে এসে সিদ্ধান্ত দেবেন। তবে বাসিন্দাদের নিরাপত্তার স্বার্থে পুলিশের পক্ষ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

2 × 3 =