সন্দ্বীপে সবজির চারা বিক্রয় করে স্বাবলম্বীর স্বপ্ন দেখছেন কৃষক মোজাক্কের

0
95

মো: হাসানুজ্জামান সন্দ্বীপি: চট্টগ্রামের সন্দ্বীপে সবজির চারা বিক্রয় করে স্বাবলম্বীর স্বপ্ন দেখছেন  কৃষক মোজাক্কের(৭০)। তিনি একজন প্রবাসী ছিলেন। তাঁর বাড়ি হারামিয়া ০২ নং ওয়ার্ডে।

তিনি উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ কাজী নজরুল ইসলাম এর তত্ত্বাবধানে আগাম শীতকালীন সবজি আবাদের লক্ষ্যে চারা উৎপাদন করেছিলেন। তিনি তিন হাজার টাকার বিভিন্ন  সবজির 

বীজ কিনেন। বীজতলায় মরিচ,টমেটো,বেগুন চারা উৎপাদন করে স্থানীয় বাজারে বিক্রি করেন। কৃষক মো. মোজাক্কের জানান, তিনি ৩৭হাজার টাকার চারা বিক্রি করেন। স্বল্পপরিসরে চারা উৎপাদন শেষে এখন বড় পরিসরে উৎপাদনের স্বপ্ন দেখছেন তিনি।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

10 + 4 =