ঢাকা দোহার মহাসড়কে বালুবাহী ট্রাকে চাপা পড়ে পদ্মা কলেজ পড়ুয়া ছাত্রী নিহত

0
70

মো: তারিকুল ইসলাম শ্রীনগরে ঢাকা দোহার সড়কে ভাগ্যকুল ইউনিয়নে কামারগাঁও আইডিয়াল হাই স্কুলের সামনে বালুবাহী ট্রাকে নিচে চাপা পড়ে এক কলেজ শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনা ঘটেছে আজ

সোমবার( ০৫ফেব্রুয়ারি )সকাল ১০ টার সময় ঢাকা দোহার সড়কে মোটর মোটরসাইকেলের পিছন থেকে পড়ে গিয়ে বালু ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনা স্থলে মারা গিয়েছে। এসময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্বর্ণা আক্তারের মাথা থেতলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা এগিয়ে আসার আগেই ঘাতক ট্রাক দোহারের দিকে পালিয়ে যায়। ওই এলাকার স্থানীয়রা জানান, দুর্ঘটনায় স্বর্ণা মারা গেলেও মোটরসাইকেল মোটরসাইকেলে করে প্রেমিকাকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন এক যুবক।

মেয়েটি বাইকের পেছন থেকে পড়ে মেয়েটি ট্রাকের চাকার নিচে চলে যায় এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পরে প্রেমিকার লাশ রেখেই মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান ওই যুবক ঘটনাস্থলে ছুটে আসা স্বর্ণার সহপাঠিরা জানান, মোটরসাইকেল চালক যুবকের সাথে স্বর্ণার সম্পক্য ছিল।

কিন্তু তারা ওই যুবকের নাম পরিচয় বলতে পারেননি। অজ্ঞাতনামা যুবক ঘটনার সাথে সাথে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ায় এটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যা নিয়ে রহস্য দেখা দিয়েছে। পুলিশ পলাতক ওই যুবককে খুঁজে বের করার চেষ্টা করছে। নিহত স্বর্ণা দোহার উপজেলার পদ্মা কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী।

সে দোহারের ফুলতলা ডালারপাড় এলাকার সেকান্দার খালাসীর মেয়ে। মহাসড়কে যানবাহনের দীর্ঘ সাড়ির যানজটের সৃষ্টি হয়। কামারগাঁও থেকে বালাশুর দিকের প্রায় ২ কিলোমিটার মহাসড়কের দীর্ঘদিন যানজট দেখা গিয়েছে।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পালিয়ে যাওয়া যুবকের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

15 + eleven =