ইজতেমার দ্বিতীয় পর্বে যৌতুক বিহীন গণবিয়ে অনুষ্ঠিত

0
88

গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে যৌতুক বিহীন গণবিয়ে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০
ফেব্রুয়ারি) বিকেলে শরীয়া আইন অনুযায়ী ১৪ যুগলের বিয়ে সম্পন্ন হয়। ইজতেমার মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম এ
তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শনিবার বাদ আসরের নামাজের পর সাড়ে ৫টা পর্যন্ত বয়ান চলে। পরে বয়ান মঞ্চের পাশেই মাশোয়ারার
কামরায় যৌতুকবিহীন বিয়ের আসর বসে।
তিনি আরও বলেন, ‘ভারতের দিল্লি মারকাজের মাওলানা সাদ কান্ধলভী বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ
যৌতুকবিহীন বিয়ে পড়ান। ‘মোহর ফাতেমি’র নিয়মানুযায়ী বিয়েতে মোহরানা ধার্যকরা হয়। এ নিয়ম অনুযায়ী, মোহরানা
ধরা হয় দেড়শ তোলা রূপা বা এর সমমূল্যের অর্থ।’
ইসলামি শরিয়া আইন মেনে তাবলিগের রেওয়াজ অনুযায়ী, প্রতিবারের মতো এবারও দ্বিতীয় পর্বেযৌতুকবিহীন বিয়ের
আসর বসে। এ জন্য দুদিন আগ থেকেই বর-কনের নাম নিবন্ধন করা হয়।

আয়োজকরা জানান, কনের সম্মতিতে দুপক্ষের লোকজনের উপস্থিতিতে সম্পন্ন হয় এসব বিয়ে। বিয়ের পর বয়ান মঞ্চ
থেকেই মোনাজাতের মাধ্যমে নবদম্পতিদের সুখ-সমৃদ্ধিময় জীবন কামনা করা হয়। এ সময় মঞ্চের আশপাশের
মুসল্লিদের মাঝে খোরমা-খেজুর বিতরণ করা হয়।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

one × 5 =