মোবাইল ফোনসেটের মূল্য নির্ধারণ করতে হবে : বিটিআরসি
চেয়ারম্যান

0
54

দেশের মানুষের ক্রয় ক্ষমতা বিবেচনায় মোবাইল ফোনসেটের মূল্য নির্ধারণ করতে হবে বলে মন্তব্য করেছেনে বাংলাদেশ
টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওস্থ বিটিআরসিতে অনুষ্ঠিত ‘ভিওএলটিই সক্ষম মোবাইল হ্যান্ডসেট
এবং নেটওয়ার্ক অপটিমাইজেশন’বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বিটিআরসি চেয়ারম্যান বলেন, গ্রাহকের জন্য ৪জি প্রযুক্তিকে প্রতিষ্ঠিত করতে চাই। এ লক্ষ্য বাস্তবায়নে গ্রাহকের জন্য
সুলভ মূল্যে মোবাইল হ্যান্ডসেট নিশ্চিত করতে হবে।
কর্মশালায় ভিওএলটিইর গুরুত্ব ও সুযোগ, কারিগরী পদ্ধতি ও কার্যনীতি এবং কৌশল বাস্তবায়নের বিষয়ে বিশদ
উপস্থাপনা করেন কমিশনের স্পেকট্রাম বিভাগের পরিচালক লে. কর্নেল আউয়াল উদ্দীন আহমেদ। কমিশনের স্পেকট্রাম
বিভাগের কমিশনার প্রকৌশলী শেখ রিয়াজ আহমেদ ভিওএলটিই অভিযোজনে সব অপারেটরের সমান প্রস্তুতির বিষয়ে
গুরুত্বারোপ করেন।

ইন্ডাস্ট্রি-একাডেমিয়া, সমন্বয় ও সহযোগিতার মাধ্যমে অত্যাধুনিক প্রযুক্তি যেন সঠিক সময়ে গ্রাহকের নিকট পৌঁছায়- এ
বিষয়ে কমিশনের অর্থ, হিসাব ও রাজস্ব বিভাগের কমিশনার ড. মুশফিক মান্নান চৌধুরী গুরুত্বারোপ করেন।
কর্মশালায় অন্যদের মধ্যে বিটিআরসির বিভিন্ন বিভাগের কর্মকর্তা, বিভিন্ন মোবাইল অপারেটরের প্রতিনিধি, মোবাইল
হ্যান্ডসেট নির্মাতা, সংযোজনকারী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং টেলিযোগাযোগ অবকাঠামো নির্মাতা প্রতিষ্ঠানগুলোর
প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

8 + 15 =