শিশু শিক্ষার্থী কে ধ’র্ষণের মা’মলায় মাদ্রাসা শিক্ষকের মৃ’ত্যু দ ণ্ড

0
65

মাদ্রাসার চার শিশুশিক্ষার্থীকে ধর্ষণের মামলায় এক শিক্ষককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
আজ রোববার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের-৩-এর বিচারক জয়নাল আবে দীন এই রায় দেন।
ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি জিকু বড়ুয়া প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন।
মৃত্যুদণ্ড পাওয়া মাদ্রাসাশিক্ষকের নাম নাছির উদ্দিন (৪৭)। মাদ্রাসাটি আগেই তাঁকে বরখাস্ত করেছে।
ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মোরশেদ আলম প্রথম আলোকে বলেন, রায় ঘোষণার সময় আসামি নাছির উদ্দিন
আদালতে হাজির ছিলেন। আদালতের নির্দেশে পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।
মামলা ও আদালতের নথির তথ্য অনুযায়ী, ২০২০ সালের ১২ অক্টোবর চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার একটি মাদ্রাসায়
চার শিশুশিক্ষার্থী ধর্ষণ শিকার হয়। এই ঘটনায় ভুক্তভোগী এক শিক্ষার্থীর বাবা বাদী হয়ে মাদ্রাসাশিক্ষক নাছির
উদ্দিনের নামে মামলা করেন।
তদন্ত শেষে নাছির উদ্দিনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। ২০২২ সালের ২৪ জানুয়ারি নাছিরের বিরুদ্ধে
অভিযোগ গঠন করেন আদালত। ১১ সাক্ষীর সাক্ষ্য শেষে আজ আদালত রায় দেন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

five × 3 =