স্ত্রীসহ সাবেক মেয়রের বিরুদ্ধে দুদকের মামলা

0
85

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারাব পৌরসভার সাবেক মেয়র মো. মাহবুবুর রহমান খান ও
তার স্ত্রী মহিমা রহমানের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (২১ জানুয়ারি) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক মো. আব্দুল মাজেদ বাদী হয়ে
মামলাটি দায়ের করেন। দুদকের ঊর্ধ্বতন একটি সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্র মতে, তাদের বিরুদ্ধে ২০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। প্রথম মামলায় মাহবুবুর
রহমানের বিরুদ্ধে ১৩ কোটি ৬৭ লাখ ৪১ হাজার ১১১ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অসাধুউপায়ে অর্জনের অভিযোগ
আনা হয়েছে। তিনি মাহবুব স্পিনিং মিলস লিমিটেডের বর্তমান চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। দুদকের
দাখিলকৃত সম্পদ বিবরণীতে তিনি মোট ১৪ কোটি ৩ লাখ ৬৩ হাজার ৭৯৬ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের হিসাব
দিয়েছেন। যার মধ্যে ১ কোটি ৫১ লাখ ৭১ হাজার ৬৮৫ টাকার সম্পদের বৈধ উৎস পাওয়া গেলেও বাকি টাকার কোনো
বৈধ উৎস দুদকের অনুসন্ধানে মেলেনি।
অন্যদিকে দ্বিতীয় মামলায় তার স্ত্রী মিসেস মহিমা রহমানের পাশাপাশি মাহবুবুর রহমান খানকেও সহযোগী আসামি করা
হয়েছে। এ মামলায় পেশায় গৃহিণী মহিমার নামে ৬ কোটি ৬৮ লাখ ৪ হাজার ৩৪৮ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ
অর্জনের অভিযোগ আনা হয়েছে। যা তিনি অসাধুউপায়ে অর্জন করেছেন বলে প্রমাণ পেয়েছে দুদকের অনুসন্ধান
কর্মকর্তা। আর ওই সম্পদ তার স্বামীর অবৈধভাবে অর্জিত অর্থদ্বারা গড়েছেন। যে কারণে স্বামীকে সহযোগী আসামি করা
হয়েছে। আসামিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা ও দণ্ডবিধি ১০৯ ধারায় মামলায়
অভিযোগ আনা হয়েছে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

10 − one =