যাত্রীর আনা কার ওয়াশিং মেশিনে পাওয়া গেল কোটি টাকার সোনা

0
59

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর সঙ্গে করে আনা কার ওয়াশিং মেশিনের ভেতর থেকে
এক কোটি টাকার স্বর্ণপিণ্ড জব্দ করেছেন কর্মকর্তারা।
আজ শনিবার সকালে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সহযোগিতায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের
কর্মকর্তারা এসব স্বর্ণপিণ্ড জব্দ করেন। ওই যাত্রী সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে আসেন।
কর্মকর্তারা জানান, জব্দ করা স্বর্ণপিণ্ডের ওজন ১ কেজি ১৪০ গ্রাম। এর মধ্যে ২৪ ক্যারেটের ১ হাজার ১০০ গ্রাম ও ২২
ক্যারেটের ৪০ গ্রাম স্বর্ণপিণ্ড রয়েছে। এসব স্বর্ণপিণ্ডের আনুমানিক বাজারমূল্য ১ কোটি টাকার বেশি। এ ঘটনায় যাত্রী
মো. শফিকুল ইসলামকে আটক করা হয়েছ

ওই যা ত্রী সো না গলি য়ে পি ণ্ড তৈ রি করে কা র ওয়া শিং মে শি নে র ভে তর বি শে ষ কা য়দা য় লুকি য়ে
রে খে ছি লে ন। যন্ত্র খো লা র পরই বে রি য়ে আসে স্বর্ণপি ণ্ড।
বিমানবন্দরে দায়িত্বরত কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের রাজস্ব কর্মকর্তা মো. আল আমিন প্রধান
বলেন, ওই যাত্রী সোনা গলিয়ে পিণ্ড তৈরি করে কার ওয়াশিং মেশিনের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রেখেছিলেন।
সোনা পাচারের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য থাকায় যাত্রীর ওয়াশিং মেশিন খুলে পরীক্ষা করা হয়। যন্ত্র খোলার পরই বেরিয়ে
আসে স্বর্ণপিণ্ড।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

11 − four =