রাত পোহালেই পৌরসভার উপনির্বাচন

0
55

রাত পো হালেই সারা দেশের মতো দিনাজপুরের পার্বতীপুর পৌরসভার ৮ নম্বর কাউন্সিলের উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
ইতোমধ্যে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নানা প্রতিশ্রুতি দিয়ে প্রচার শেষ হয়েছে প্রার্থীদের।
শনিবার (৯ মার্চ) সকা ল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলবে বলে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী
রিটার্নিং কর্মকর্তা মো. আজিজার রহমান বসুনীয়া নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচনে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাড়াও
রেলওয়ে পুলিশ ও মডেল থানা পুলিশসহ পুলিশের স্ট্রাইকিং ফোর্সদায়িত্ব পালন করবেন।
উপনির্বাচনকে সামনে রেখে তিনজন প্রার্থী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা হলেন- ডালিম প্রতীকে মো.
আবুল কালাম আজাদ, টেবিল ল্যাম্পে রেজবাউল ইসলাম টুকুন ও উটপাখি প্রতীকে মতিয়ার রহমান।
পার্বতীপুর বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ওয়ার্ডের ২ হাজার ৪৬৮ জন ভোটার ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের
(ইভিএম) মাধ্যমে ৮টি বুথে তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। এর মধ্যে পুরুষ ভোটার ১ হাজার ১৮৪ ও
নারী ভোটার ১ হাজার ২৮৪ জন রয়েছেন।
উল্লেখ্য, গত বছর ৪ জুলাই ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. জাহাঙ্গীর আলম মারা যান। ফলে পদটি শূন্য ঘোষণা করে
উপনির্বাচনের তপশিল ঘোষণা করা হয়।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

3 × 4 =