কুমিল্লায় একাধিক কেন্দ্রে ভোটার উপস্থিতি কম

0
75

ধীরগতিতে চলছে কুমিল্লা সিটি করপোরেশন উপনির্বাচনের ভোটগ্রহণ। বিভিন্ন কেন্দ্রে ঘুরে দেখা গেছে ভোটার উপস্থিতি
কম। তবে বাইরে মেয়র প্রার্থীদের সমর্থক ও অনুসারীদের জটলা দেখা গেছে। একইসঙ্গে কোনো কোনো কেন্দ্রে স্বতন্ত্র
প্রার্থীর এজেন্টদের মারধর করে বের দেওয়ার অভিযোগ মিলেছে।
কুমিল্লা সিটি র ১৮ নম্বর ওয়ার্ডের কাটাবিলে রফিক উদ্দিন মেমোরিয়াল হাইস্কুল নারী ভোটার কেন্দ্রের ৩ ও ৪ নম্বর বুথে
গিয়ে দেখা যায়, ভোটার উপস্থিতি একেবা রেই কম। এই কেন্দ্রের ৩ নম্বর বুথে ভো টার সংখ্যা ৩৪৮ জন। কিন্তু সকাল
১১টা পর্যন্ত ভোটগ্রহণ হয় ৩০টি।
এই বুথের সহকারী প্রিসাইডিং অফিসার আফজালুল হক চৌধুরী বলেন, আমরা সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ
কার্যক্রম শুরু করেছি। কোনো সমস্যা হয়নি। ভোটার উপস্থিতি কম কেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা তো
আমাদের দায়িত্ব না। একই কেন্দ্রের ৪ নম্বর বুথে ভোটার সংখ্যা ৩৪৮ এবং বেলা ১১টা পর্যন্ত ভোটগ্রহণ হয়েছে ৩৯টি।
আরও কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে এ ধরনের চিত্র দেখা গেছে।
হাতী প্রতীকে স্বতন্ত্র মেয়র প্রার্থী ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা নুর উর রহমান মাহমুদ তানিম অভিযোগ
করে বলেছেন, বিভিন্ন কেন্দ্রে তার এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি। অনেক কেন্দ্র থেকে আমার এজেন্ট বের করে
দেওয়া হয়েছে। ২৬ নম্বর ওয়ার্ডেআমার ভোটারদের মারধর করা হয়েছে। এবিষয়ে রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের
বিচার দাবি করেন তিনি।

এদিকে অপর ঘোড়া মার্কার স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ নিজাম উদ্দিন কায়সার কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়ার
অভিযোগ করে বলেন, প্রতিপক্ষরা আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে। তবে ভোটারদের আতঙ্কিত না হয়ে ভোটকেন্দ্রে
আসার আহ্বান জানান কায়সার।
আজ শনিবার সকাল ৮টা থেকে কুমিল্লা সিটিতে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটগ্রহণ শুরুর পর থেকে কোনো কোনো
কেন্দ্রে ভোটারদের লাইন ধরে দাঁড়িয়ে ভো টের জন্য অপেক্ষা করতে দেখা গেছে। পাশাপাশি মেয়র প্রার্থীর সমর্থকদের
ব্যাজ পরা লোকদের কেন্দ্রের বাইরে জড়ো হতে দেখা গেছে। এ ছাড়াও জোরালো উপস্থিতি দেখে গেছে আইনশৃঙ্খলা
রক্ষাকারী বাহিনীর সদস্যদের।

এ নির্বাচনে ২৭টি ওয়ার্ডের ১০৫টি কেন্দ্রের ৬৪০টি ভোট কক্ষ রয়েছে। ৯৬০টি ইভিএমের মাধ্যমে হচ্ছে ভোটগ্রহণ।
এই উপনির্বাচনে মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম
বাহাউদ্দিন বাহারের মেয়ে তাহসিন বাহা র সূচনা লড়ছেন বাস প্রতীক নিয়ে। মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা
পরিষদের সদস্য নুর উর রহমান তানিম লড়ছেন হাতি প্রতীক নিয়ে। সাবেক মেয়র ও বিএনপি নেতা মনিরুল হক সাক্কু
লড়ছেন টেবিল ঘড়ি প্রতীকে। আরেক বিএনপি নেতা নিজাম উদ্দিন কায়সার ঘোড়া প্রতীকে লড়ছেন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

6 + nineteen =