ময়মনসিংহে মৃত উমেদ আলীর পরিবারটি চলাচলের রাস্তায় বাঁধা প্রধান॥

0
945

ময়মনসিংহে মৃত উমেদ আলীর পরিবারটি চলাচলের রাস্তায় বাঁধা প্রধান॥

ময়মনসিংহ প্রতিনিধি ঃ জানা যায় ময়মনসিংহ সদরে ৪৪ ডি.বি রোড (সহড়া) টাউন মৌজার বাসিন্দা, মৃত মঙ্গল ব্যপারীর ছেলে মৃত উমেদ আলী ১৯৮৩ সালে পরলোকগমনের পর পৈত্রিক এই বসত বাড়ী যাহার দাগ নং- ১২০২২, মৌজা ময়মনসিংহ টাউন, জমির পরিমাণ .০৬৭৮ অযুতাংশ। উমেদ আলীর মৃত্যুর পর তার ঔরসজাত এক সন্তান ও ছয় কন্যা এই সম্পিত্তির মালিক হন। পরিবারের সদস্যরা হলেন আহসান আলী, নাছিমন নেছা, লুৎফুন নেছা, আকিবুন নেছা, সাকিবুন নেছা, নাজমুন নেছা, কামরুন নেছা, সর্বপিতা- মৃত উমেদ আলী। অভিযোগ উঠেছে যে, মৃত উমেদ আলী ১৯৮৩ সালে মারা যাওয়ার পর হইতে পরিবারটি বিভিন্ন অত্যাচারে নির্যাতীত। তারই ধারাবাহিকতায় একই এলাকার পরধন লোভী, আইন ভঙ্গকারী, ত্রাস সৃষ্টিকারী একদল ভূক্ত মৃত শহীদুর রহমানের মেয়ে নন্দীনি, মৃত হাসমত আলীর ছেলে আব্দুফজল গং এদের নেতৃত্বে  পরিবারটির বসত ঘরের  পূর্ব-পশ্চিম দিকের চলাচলের প্রধান রাস্তাটি দীর্ঘদিন যাবৎ চলাছলে বাঁধা সৃষ্টি করায়, ক্ষতি সাধন হওয়ায় এ ব্যপারে বাদী উমেদ আলীর ছেলে আহসান আলী শান্তির রক্ষার্থে সিনিয়র সহকারী জজ আদালতের একটি  মোকদ্দমা দায়ের করেন, যাহার মোকদ্দমা নং ২১২/১৫। এ ব্যপারে উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

sixteen − 8 =