তাহিরপুরে সাংবাদিককে হুমকি সাপ্তাহিক পত্রিকা পরিষদের নিন্দা

0
908

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ জেলার তাহিরপুরে দৈনিক মানবজমিন প্রতিনিধি জাহাঙ্গীর আলম ভূঁইয়াকে দুইটি মোবাইল নাম্বার থেকে ফোন করে হাত-পা ভেঙ্গে প্রাণনাসের হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। এ প্রেক্ষিতে সাপ্তাহিক পত্রিকা পরিষদের মহাসচিব তিব্র নিন্দা ও হ্রমকিদাতাদের বিরুদ্ধে আইনানুগ শাস্তি দাবি করেছেন। এঘটনার প্রেক্ষিতে ওই সাংবাদিক বাদী হয়ে গতকাল বিকাল ৫টায় থানায় সাধারণ ডায়রী নং-৯৭৪ দায়ের করেছেন। হুমকিদাতা সন্ত্রাসীদের মোবাইল নাম্বারগুলো হল- ০১৭৮৬-৮০৬৩৬৫ ও ০১৬২০-৪৬১৭৭২। দায়েরকৃত ডায়রী সূত্রে জানাযায়, অজ্ঞাত সন্ত্রাসীরা সাংবাদিক জাহাঙ্গীর আলম ভূঁইয়ার ব্যক্তিগত মোবাইল নাম্বারে ফোন করে পরিচয় না দিয়ে তার হাত-পা ভেঙ্গে হত্যা করাসহ অশ্লীল ভাষায় গালিগালাজ করে। হুমকি দেওয়ার সময় অজ্ঞাত সন্ত্রাসীরা তাদের অবস্থান তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের ভোলাখালী ও বাদাঘাট বাজার জানিয়েছে। আসামীদের দেওয়া হুমকি ওই সাংবাদিকের মোবাইল ফোনে রেকর্ড করা হয়েছে। এব্যাপারে তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর বলেন, শীগ্রই এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

eleven + six =