বামনায় ব্র্যাক বিদ্যালয়ের সকল পিএসসি পরীক্ষার্থী ভূয়া ছিল

0
930

শামসুদ্দোহা প্রিন্সঃ
ব্র্যাক এর অর্থায়নে বরগুনার বামনা উপজেলার স্থানীয় এনজিও ম্যান ফর ম্যান এর পরিচালিত উপ-আনুষ্ঠানিক প্রাথমিক শিক্ষা কর্যক্রমের আওতায় চলতি বছরে অনুষ্ঠিত হওয়া প্রাথমিক শিক্ষা সমাপনি পরীক্ষায় অংশ গ্রহন করেছে ভুয়া পরীক্ষার্থীরা। অনুসন্ধানে বেড়িয়ে এসেছে ব্র্যাক এর অর্থায়নে ম্যান ফর ম্যান এর পরিচালিত ওই সকল বিদ্যালয়ের পরীক্ষা নেওয়ার চিত্র। অনুসন্ধান থেকে জানা যায়, বরগুনার বামনা উপজেলায় উপ-আনুষ্ঠানিক প্রাথমিক শিক্ষা কর্যক্রমের আওতায় এনজিও ব্র্যাক এর অর্থায়নে স্থানীয় এনজিও ম্যান ফর ম্যান কর্তৃক পরিচালিত মোট বিদ্যালয়ের সংখ্যা ৭ টি। বিদ্যালয় গুলো হলো, বুকাবুনিয়া উপ-আনুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়, ঢুষখালী উপ-আনুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়, রুহিতা উপ-আনুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়, পূর্ব বলইবুনিয়া উপ-আনুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম বলইবুনিয়া উপ-আনুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়, ঘোপখালী উপ-আনুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়, উত্তর কাকচিড়া উপ-আনুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়। ওই সকল বিদ্যালয়ে চলতি বছরে অনুষ্ঠিত হয়ে যাওয়া পিএসসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের সংখ্যা ১৫৩ জন। তবে তালিকায় যাদের নাম পাওয়া গেছে তারা সকলেই বিভিন্ন সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ৪র্থ, ৬ষ্ঠ,৭ম ও ৮ম শ্রেণিতে অধ্যায়নরত। এনজিও ব্র্যাক এর অর্থায়নে স্থানীয় এনজিও ম্যান ফর ম্যান কর্তৃক পরিচালিত ওই বিদ্যালয় গুলোর পরীক্ষার্থীদের তালিকা নিয়ে বিভিন্ন সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে সরেজমিনে গিয়ে দেখা যায় তারা প্রত্যেকেই ওই সকল বিদ্যালয়ে অধ্যায়নরত। পশ্চিম বলইবুনিয়া উপ-আনুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয় থেকে পিএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করা রহিমা আক্তার ৭ম শ্রেণী এবং ফারজানা ৬ষ্ঠ শ্রেণীতে পরীক্ষা দিচ্ছে উপজেলার জাফ্রাখালী মাধ্যমিক বিদ্যালয় থেকে। বামনা উপজেলার ৭টি বিদ্যালয় ব্র্যাক পরিচালনার দ্বায়িত্ব দেয় পার্টনার এনজিও ম্যান ফর ম্যান নামে একটি স্থানীয় এনজিওকে। ওই এনজিওটি তাদের বিল উত্তোলনের জন্য বিভিন্ন মাধ্যমিক ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্তৃপক্ষের সহায়তায় এ সকল ভুয়া পরীক্ষার্থী সাজিয়ে পিএসসি পরীক্ষায় অংশগ্রহন করায়। প্রাথমিক শিক্ষা সমাপনি পরীক্ষায় অংশ নেওয়া বামনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ  শ্রেণীর ছাত্র হিমেল জানান, ব্র্যাকের পার্টনার এনজিও ম্যান ফর ম্যানের নির্বাহী পরিচালক এম এ মতিন আকন্দ তার মাকে ভুল বুঝিয়ে পরীক্ষার্থীর তালিকায় নাম উঠায়। তার অনুরোধে সে পরীক্ষায় অংশ নেয়। বামনা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খোকন চন্দ্র মালাকার স্বীকার করে বলেন, আমি বিষয়টি শুনেছি। পরীক্ষা চলাকালীন সময়ে বামনা উপজেলার খোলপটুয়া ক্লাষ্টারের ৫১ জন ভুয়া পরীক্ষার্থীকে সনাক্ত করে পরীক্ষা নেওয়া থেকে বিরত রাখা হয়েছে। এ ব্যাপারে ম্যান ফর ম্যান এর নির্বাহী পরিচালক এম এ মতিন আকন্দের বক্তব্য নেয়ার জন্য তাকে খুঁজে পাওয়া যায়নি। সে পুলিশ মারধর করার অভিযোগের মামলায় গ্রেফতার হয়ে বরগুনা জেলা-হাজতে রয়েছে। ম্যান ফর ম্যান এনজিও’র উপ-আনুষ্ঠানিক প্রাথমিক শিক্ষা কর্যক্রমের পিও মোঃ ছগীর হোসেনকেও খুঁজে পাওয়া যায়নি। বামনা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ শাহজাহান মিয়া জানান, বামনা উপজেলার সকল এনজিও বিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী রয়েছে। বিভিন্ন বিদ্যালয়ের ৩য় থেকে ৮ম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের ভয়ভীতি দেখিয়ে পরীক্ষায় অংশগ্রহন করানো হয়েছে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

three + 18 =