সোনালী ব্যাংক লিমিটেড এর কেলেঙ্কারী

12
1332

সোনালী ব্যাংক লিমিটেড এর হলমার্ক কেলেঙ্কারীর কথা বহুল আলোচিত এ যাবৎ কালের সবচেয়ে বড় কেলেঙ্কারী ঘটনা। দেশে আর কোন ব্যাংকে এ ধরনের এবং এত বড় ঘটনা ঘটেনী। তার পরেও কর্মকর্তাদের যেন হুস হয়নি। একের পর এক অসাধু কর্মকর্তাগন এখনো এ ধরনের অবৈধ কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার ফনীন্দ্র ত্রিবেদী ও সিভিল ইঞ্জিনিয়ার এমদাদ হোসেন এর নেতৃত্তে ১৮ কোটি টাকার কেলেঙ্কারী ঘটেছে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে। এ ব্যাপরে সোনালী ব্যাংক লিমিটেড এর এমডি বরাবর একটি অবহিত পত্র দেয়া হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত এমডি উক্ত লোন কেলেঙ্কারীর বিষয়ে কি পদক্ষেপ গ্রহন করেছেন তা জানা যায়নি। ফ্লাই রাবার এন্ড ফুট ওয়ার লিঃ এর নামে একটি নাম সর্বস্ব প্রতিষ্ঠানকে নিয়ম বর্হিভুতভাবে শিল্প লোন প্রদান করা হয়েছে বলে জানা গেছে। সোনালী ব্যাংকের উক্ত দু কর্মকর্তা মোটা অঙ্কের উৎকোচ গ্রহনের মাধ্যমে  ফ্লাই রাবার এন্ড ফুট ওয়ার লিঃ নামের নাম সর্বস্ব প্রতিষ্ঠানের বেকার এমডি দিলীপ কুমার দাসকে শিল্প লোন প্রদান করেছে। এ ব্যাপারে অপরাধ বিচিত্রার অনুসন্ধান চলছে। অনুসন্ধান শেষে থাকবে বিস্তারিত প্রতিবেদন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

one × 1 =