তৃণমূলের জাতীয় পার্টির কর্মী-১ বরিশাল জেলার বাকেরগঞ্জে জাতীয় পার্টির তৃণমূলে ২৬ বৎসর যাবত হারুন খলিফা !!

0
929

এস.ডি বাবুঃ
সাবেক প্রেসিডেন্ট, বর্তমানে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোঃ এরশাদ, জাতীয় পার্টির মহা-সচিব বর্তমান সংসদ সদস্য এ.বি.এম রুহুল আমিন হাওলাদার ও দক্ষিণাঞ্চলের আগুন ঝড়া নারী নেত্রী সংসদ সদস্য রতœা আমিন হাওলাদার। এই তিনজনের মধ্যে কার প্রতি আপনার বেশী আনুগত্য ও দুর্বলতা এই প্রতিবেদকের এমন একটি প্রশ্নের উত্তরে জাতীয় পার্টির তৃণমূল পর্যায়ে নেতা হারুন খলিফা সরল ভাষায় বলেছিলেন-১ম জন আমার পিতার সমতুল্য, ২য় জন আমার নেতা, আমার ভাই এবং ৩য় জন আমার ভাবী ও বড় বোনের মত। মোদ্দাকথা জাতীয় পার্টি আমার পরিবারেরই একটি অংশ। জাতীয় পার্টির তুখোড় নেতা এ.বি.এম রুহুল আমিন হাওলাদারের নির্বাচনী এলাকা এই বাকেরগঞ্জ থানা। এই এলাকার ১২নং রঙ্গশ্রী ইউনিয়নের বর্তমান দপ্তর সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন উক্ত হারুন খলিফা। এই সহজ, সরল ও সৎ ব্যক্তিত্বের অধিকারী হারুন খলিফা এলাকায় ছোট একটি চায়ের দোকান চলিয়ে কোনরকমে জীবন-জীবিকা নির্বাহ করে আসছে। অভাব-অনটনের সংসার, কিন্তু সর্বদা তার মুখে হাসি লেগেই থাকে। দলীয় কর্মকান্ডে তিনি সবার আগে অংশগ্রহণ করেন বিধায় মাননীয় সংসদ সদস্য জাতীয় পার্টির নেত্রী রতœা আমিন হাওলাদার তাকে যথেষ্ট আদর-স্নেœহ করেন। উল্লেখ্য যে, হারুন খলিফার বর্তমান বয়স ৩৮। ২৬ বৎসর পূর্ব হতে অর্থাৎ তার বয়স যখন ১২ বছর তখন থেকেই তিনি অদ্যবধি একনিষ্ঠভাবে জাতীয় পার্টির দলীয় কর্মকান্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছেন। কিশোর বয়স থেকে এখনও তিনি নিজ হাতে দলীয় পোষ্টার লাগিয়ে আসছেন। বর্তমানে অনেকেই মাত্র ২ বৎসর রাজনীতি করে অঢেল সম্পদের মালিক হয়ে যায়। কিন্তু হারুন খলিফা ২৬ বৎসর যাবত একনিষ্ঠভাবে সক্রিয়ভাবে রাজনীতি করেও তিনি তার সংসারের অভাব মোচন করতে পারেননি। তবুও তিনি জাতীয় পার্টির আদর্শ থেকে একটুকুও বিচ্যুত হননি। সর্বশেষ তার উত্তর ছিল-আমি যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত হুসেইন মোঃ এরশাদ-কে ভালবাসবো এবং আমার নেতা এ.বি.এম রুহুল আমিন হাওলাদার ও নেত্রী রতœা আমিন হাওলাদারের আদর্শের প্রতি সম্মান জানিয়ে জাতীয় পার্টির রাজনীতি করে যাবো।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

5 × 2 =