এলজিআরডি মন্ত্রীর তোপের মুখে ওয়াসা এমডি

0
536

নিজস্ব প্রতিবেদক
বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতির বিষয়ে সšে-াষজনক জবাব দিতে না পারায় ¯’ানীয় সরকার ও পল্লী উন্নয়ন (এলজিআরডি) মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের তোপের মুখে পড়লেন ওয়াসার ব্যব¯’াপনা পরিচালক (এমডি) তাসকিন এ খান।
মন্ত্রী ব”হ¯পতিবার এলজিআরডি ভবন পরিদর্শনে গিয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করেন। ওয়াসার বিভিন্ন উন্নয়ন প্রকল্প স¤পর্কে তাসকিন এ খানের কাছে জানতে চাইলে তিনি সšে-াষজনক জবাব দিতে না পারায় মন্ত্রী তাকে বিষোদগার করেন এবং তীব্র ােভ ও অসšে-াষ প্রকাশ করেন। একটি সূত্র জানায়, ঢাকায় পানি সরবরাহের আওতা বাড়াতে এবং গুণগত মান উন্নয়নে নেওয়া একটি প্রকল্পের ধীর গতির কারণে ঢাকা ওয়াসার ব্যব¯’াপনা পরিচালক ও প্রকল্প পরিচালককে তুলোধুনো করেছেন এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। দেশি-বিদেশি যৌথ অর্থায়নে মোটা দাগের প্রকল্পটি কেন এখনো বাস্তবায়ন শুরু হয়নি তার কারণও জানতে চান তিনি। পাশাপাশি প্রকল্পটি দ্র”ত বা¯-বায়নের জন্য নিয়মিত তদারকি করার জন্য ¯’ানীয় সরকার সচিবকে নির্দেশ দেন মন্ত্রী।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

5 × 5 =