পাঁচবিবিতে বিদেশে লোক পাঠানোর নামে প্রতারণা

1
1624

বিশেষ প্রতিনিধি ঃ বিদেশে লোক পাঠানোর নামে প্রতারণা করে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বড় নারায়নপুর গ্রামের হত দরিদ্র হাইদুল ইসলামের ছেলে নাজমুল হোসেন (সাবু)’র বিরুদ্ধে। সাবুও তার বাবা-মা মিলে দীর্ঘদিন ধরে এই অপকর্ম চালিয়ে আসছে বলে ভুক্তভোগীরা জানান। জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়নের রায়নগর গ্রামের মৃত লোকমান মন্ডলের ছেলে মাসুদ রানা ভালো চাকরি ও বেশি বেতনে বিদেশ যাওয়ার আশায় সাবুর খপ্পরে পড়েন। সাবু তাকে মালেশিয়া পাঠানোর প্রলোভন দেখিয়ে সহয় সম্ভল বিক্রি করে ৫০ হাজার টাকা হাতিয়ে নেয়। দীর্ঘদিনেও তাকে বিদেশ না পাঠিয়ে সাবু নানা তালবাহানা শুরু করে। সহয় সম্ভল খুঁইয়ে বিদেশ যেতে না পেরে অবশেষে মাসুদ রানা তার সমূদয় টাকা ফেরত পেতে আদম ব্যাপারী সাবুকে চাঁপ প্রয়োগ করেন। এতে ক্ষিপ্ত হয়ে সাবু ও তার মা বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করে। প্রতারক সাবু নিজ এলাকা ছেড়ে বতৃমানে আতœগোপন করেছে। প্রতারক ও তার পরিবারের লোকজনের অব্যাহত হুমকির মুখে অসহায় মাসুদ তার পরিবার পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন। এছাড়া ও আদম ব্যাপারি সাবু তিলকপুরের কানচপাড়া গ্রামের এরশাদকে মালোশিয়া পাঠানোর নামে ভূয়া ভিসা দিয়ে ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। এরশাদ ভিটেমাটি বিক্রি করে ভাগ্য উন্নয়নের জন্য এসব টাকা দিয়ে প্রতারিত হয়ে বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরছে। নাম প্রকাশে অনইচ্ছুক এক ব্যাক্তি জানান যে, উক্ত আদম ব্যাপারী বিভিন্ন এলাকার প্রায় ৩০ জনকে বিদেশে নিয়ে যাওয়ার কথা বলে টাকা নিয়ে আতœসাৎ করেছে। আর এর মদদদাতা হিসেবে কাজ করছে তার মা বাবা। শুধু তাই নয় প্রতারক সাবু নিজে আইনের হাত থেকে বাঁচতে সরকার দলীয় লোক জনকে ব্যবহার করছে। গতকাল এব্যাপারে আদম ব্যাপারি সাবুর মুঠোফোন ০১৭৩৫৯৮৬৫৫৫ যোগাযোগ করা হলে তিনি এপ্রতিবেদক কে অশ্লিল ভাষায় গালিগালাজ সহ সংবাদ প্রকাশ না করার জন্য হুমকি দিয়ে মোবাইলের সংয়োগ বিচ্চিন্ন করে। একটি সুত্র জানায়, সাবু বাল্য জীবন থেকেই খুব কষ্ট করে মানুষ হয়েছে। তার বাবার কোন নিজস্ব জমিজমা না থাকায় সে স্কুল জীবন থেকেই অভাবের তাড়নায় চোরাকারবারী কাজে লিপ্ত হয়েপড়ে। তার মা নাজমা বেগম ওরফে নাজু ও দীর্ঘদিন ধরে স্বর্ণ পাচার সহ ইয়াবা ব্যবসার সাথে জড়িত। তার বাবা হাইদুল ইসলাম হিলি-পাঁচবিবি রুটের বাসের চেইন মাস্টার হওয়ার সুযোগে ঢাকাগামী বাস চালকদের সাথে মধুর সম্পর্ক। এই সুযোগকে কাজে লাগিয়ে বগুড়া, ঢাকাসহ বিভিন্ন স্থানে ইয়াবা পাচার করে কালো টাকার পাহাড় গড়ছে। সাবু কয়েক বছর আগে ও অর্ধঅনাহারে জীবন যাপন করছে। অথচ সে এখন নামী-দামি বান্ডের শার্ট-প্যান্ট আর প্রাইভেট গাড়ি নিয়ে ঘুরাফেরা করে। বেশি সময় দেশের বাহিরে কাটায় ।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

11 − eight =