সমাজ সেবায় যত বাধাই আসুক না কেন, পিছু হটবনা, মাথানত করবনা। আকবর হোসেন রিপন।

2
1376

এম.পি. চৌধুরীঃ সবুজবাগ থানার কৃতি সন্তান সমাজ সেবক, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ অন্যায়ের তীব্র প্রতিবাদকারী আকবর হোসেন রিপন বলেন ‘রাজারমত যার নীতি, আর যার নেই কোন নীতি, বর্তমানে তারাই করেন রাজনীতি। আমি রাজার মতই জন্মে ছিলাম, আমার বংশের সকলেই মুক্তিযুদ্ধ করে রাজাকারদের কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছে, সেই ভাবে দুষ্টদেরকে পিছনে ফেলে রাজনীতি করে আমিও সৎ ও যোগ্য মানুষ হিসেবে নিজেকে নিয়োজিত করে দেশ ও সমাজ সেবায় নিজের নামটিও ছিনিয়ে আনতে সক্ষম হবো। আমি ভালোবাসী মা, মাটি ও দেশ। আমি কিছু দিন ধরে লক্ষ্য করছি যে, আমার ফেইজবুক, ইমেইল ও জিমেইলে কতিপয় কিছু অসৎ ব্যক্তিরা মুনা মুনা নামে ফেইক আইডি খুলে আমার নামে আজে বাজে মন্তব্য লিখে বিভিন্ন মহলকে তা শেয়ার করে আমার মান সম্মানকে খুন্ন করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই বিষয়ে আমি গত ১৫/০৪/২০১৭ ইং তারিখে সবুজবাগ থানায় একটি সাধারণ ডায়েরী করি, যার নং-৬৬৭। আমি উক্ত ব্যক্তিদেরকে বলতে চাই কি লাভ পাচ্ছেন? পাশাপাশি তথ্য মন্ত্রনালয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি, উক্ত আইডিগুলি সনাক্ত করা হোক। আমার এলাকায় মাদক, সন্ত্রাসী, নারী ব্যবসা সহ নানা খারাপ ব্যবসা চলে আসছে দীর্ঘদিন ধরে। আমি যতটুকু সম্ভব তাদেরকে স্থানীয় লোকজন সহ প্রশাসনের লোকজনের সহযোগিতা নিয়ে তাদের রোধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি, সেই সেই মুহুর্তেই একের পর এক আমাকে নিয়ে অনৈতিক আইডি প্রকাশ করা হচ্ছে, ইহাতে আমি ও আমার সবুজবাগ বাসী অত্যন্ত লজ্জাজনক ও তীব্র প্রতিবাদ প্রকাশ করছি। আমি একা সমাজ নিয়ে ভেবে কোনদিনও কিছু করতে পারবো না, তবে সকলেই যেন সমাজকে ধরে রাখেন সেই ভাবে এগিয়ে যাবেন। আমি পাশে ছিলাম, আছি, থাকবো, সবাইকে ধন্যবাদ।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

4 × 1 =