সাভারে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে মাদক ব্যাবসায়ী নিহত

0
1530

নোমান মাহমুদঃ সাভারে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে শীর্ষ মাদক ব্যাবসায়ী মোক্তার হোসেন মুক্তি (৪৫) নিহত হয়েছেন। গতকাল শুক্রবার (২৬ মে) ভোরে সাভারের বিরুলিয়ায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত মোক্তার হোসেন সাভারের ছোট বলিমেহের এলাকার আকতার হোসেনের ছেলে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে মুক্তি সাভারে মাদক ব্যবসা করে আসছিল। বৃহস্পতিবার (২৫ মে) রাতে মুক্তিকে আটক করে সাভার মডেল থানা পুলিশ। পরবর্তীতে শুক্রবার (২৬ মে) মাদক ব্যবসায়ী মুক্তিকে সাথে নিয়ে সাভার মডেল থানা পুলিশ অন্য মাদক ব্যাবসায়ীদের ধরতে বিরুলিয়া এলাকায় পৌছলে সেখানে অবস্থানরত সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ করে গুলি ছোড়ে। এসময় আত্বরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে উভয় পক্ষের গুলিতে শীর্ষ মাদক ব্যাবসায়ী মোক্তার হোসেন মুক্তি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। এসময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম কামরুজ্জামান জানান, নিহত মাদক ব্যাবসায়ী মুক্তির বিরূদ্ধে সাভার সহ বিভিন্ন থানায় নারী পাচার ও মাদক বেচাকেনা সহ প্রায় ১৮ টি মামলা রয়েছে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

two × one =