প্রকাশিত সংবাদের প্রতিবাদ প্রসঙ্গে

0
1190

আফসানা বেগম পুতুল, স্বামী চঞ্চল সাং ২০৬/১ মেরাদিয়া ভুইঞাপাড়া, খিলগাঁও, ঢাকা-১২১৯ এই মর্মে জানাইতেছি যে, আপনার পত্রিকায় গত ২১ শে মে ৫৩ তম সংখ্যায় ২১ তম পৃষ্ঠায়” ভায়ড়া জসিম ও স্ত্রী পুতুলের প্রতারণার ফাদে পড়ে অর্থ সম্পদ হারিয়ে ২ সন্তান নিয়ে দিসেহারা চঞ্চল” উক্ত সংবাদে আমাকে নিয়ে অবাঞ্চিত, হেয় পতিপন্ন মানবিক ভাবে বিপর্যস্ত ও বিভিন্ন পর্যায়ে পারিপার্শিকতার সাথে অসুস্থ সহ নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আপনার পত্রিকার যথেষ্ঠ সুনাম রয়েছে। আমরা আশা করব আপনাদের এই সুনাম ধরে রাখার জন্যে সার্বিক সহযোগীতা করবো আমাকে উদ্দেশ্য প্রনোনিত ভাবে সুনাম নষ্ট করার স্বার্থে (১) চঞ্চল (২৫) পিতা-মৃত ওয়াদুল পাটোয়ারী, (২) সাহিদা আলম (৩৮) পিতা-মৃত সাবেদ আলী, (৩) খোরশেদ আলম (৪৮) পিতা-মৃত সাবেদ আলী, (৪) নূর হোসেন (৪২) পিতা-মৃত আলী আহম্মেদ সর্ব সাং-২৪০/৩, মেরাদিয়া, ভুইয়াপাড়া লাইফ লাইন রিহাব সেন্টার। এদের অনৈতিক ও অশালীন আচরনের কারনে প্রতিবাদ করার উদ্দেশ্যে প্রনোনীত ভাবে আপনার পত্রিকার সাহায্যে আমাকে হেয় প্রতিপন্ন করা হয়েছে বলে আমি মনে করি। আফসানা বেগম পুতুল, ০৩-০৬-২০১৭ইং।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

twenty − eleven =