থানা, ওয়ার্ড, ইউনিয়ন সুন্দর রাখতে হলে আগাছা পরিস্কার করতে হবে ………আকবর হোসেন রিপনঃ

2
1487

এম  পি চৌধুরীঃ
মা বাবার প্রান সন্তান, শিকড় গাছের প্রাণ, শোভার প্রান গোছানো, বাগানের প্রান মালি, রাজনীতির প্রান একজন যোগ্য আদর্শবান, নিষ্ঠাবান, নীতিবান ব্যাক্তিত্ববান লোক, আওয়ামীলীগের প্রাণ শেখ মজিবর রহমান, ঠিক তেমনী সবুজবাগ থানার সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী কৃষক লীগের যোগ্য নেতা, ন্যায় বিচারক, অন্যায়ের তাৎক্ষনিক তীব্র প্রতিবাদকারী, আপোষহীন সংগ্রামী লড়াকু নেতা দানবীর, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, রাজনীতিবিদ, দেড় লক্ষ লোকের নয়নমনি, বিশিষ্ট মুক্তিযোদ্ধা মোঃ ছাদেক আলী মাতবরের সুযোগ্য সন্তান, পরিবারের যোগ্য স্বামী ও আদর্শবান পিতা- “পানির অপর নাম জীবন” ঠিক তেমনী সবুজবাগ থানার কৃষক লীগের প্রাণ আকবর হোসেন রিপন। তিনি বলেন দেশের রাজনীতির মাঠে কিছু ছাড়পোকা আছে তারা সব ধংস্ব করার পায়তারা করছে। ছঅরপোকা-মরে যায় ঠিকই কিন্তু ডিমের বাচ্ছা গুলো ছেড়ে যায়, তাকেই কামড়াতে থাকে, বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সেই ছারপোকার বংশকে ধংস্ব করে সুন্দর সমাজ গঠন করার সার্বিক চেষ্টা চালিয়ে যাচ্ছেন আমি ও তার একজন কর্মী হয়ে এলাকা পরিষ্কার করার জন্য প্রান পন চেষ্টা করে যাচ্ছি। জানি না ছারপোকা মরবে কিনা, তবে যে ব্যাক্তি ভাল কাজ করেন তার মূল্য সমাজ দেয় না, মরে গেলে বড় ভাল লোক ছিল আমার কথা বেঁচে থাকতে মুল্যায়ন না করে মরে গিয়ে মুল্যায়ন করে কি লাভ, মৃত ব্যাক্তি কি ফিরে আসবে না জানতে পারবে। সমাজ একার পক্ষে ঠিক করা সহজ না, সবার সহযোগীতা প্রয়োজন, যত মত ও আদর্শ এক হতে হবে, আমি একাই খাবো, অন্য কেউ খাবে না তা হবে না, হতে দেয়া যাবে না, কারন চোররা চুরি করবেই তাদের কোন ধর্ম নেই, শিক্ষার যেমন শেষ নেই মার খাবার বয়স নেই, তাই সকলের উচিৎ যদি সুন্দর সমাজ গঠন করতে হয়, তাহলে আসুন হিংসা ভলে লোভ কে ত্যাগ করে, ছোট বড় বিভেদ ভলে, হাতে হাত রেখে দেশ সেবায় মনোযোগী হই। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি। ধন্যবাদ সকলকে সবুজবাগ থানাবাসী বলেন, “হটাও সন্ত্রাস বাঁচাও দেশ, আকবর হোসেন রিপনের নির্দেশ”।  জয় বাংলা-জয় বঙ্গবন্ধু

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

5 × 3 =