১০৬ তম শ্রম সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন আইনমন্ত্রী

0
1379

সুইজারল্যান্ডের জেনেভায় গত ৪ জুন শুরু হওয়া ১০৬ তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে (আইএলসি) যোগদানের উদ্দেশ্যে আজ সকালে ঢাকা ত্যাগ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। সম্মেলনে বাংলাদেশ বিষয়ক আলোচনা হবে ১৪ জুন। এদিন আইনমন্ত্রী আনিসুল হক বাংলাদেশে আইএলও কনভেনশন বাস্তবায়ন ও শ্রম অধিকার সংরক্ষণে বর্তমান সরকারের অবস্থান তুলে ধরবেন।
সম্মেলনে আইনমন্ত্রী ৩৮ সদস্য বিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন। প্রতিনিধি দলে শ্রম প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক, আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ শহিদুল হক, শ্রম মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপারসহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং ব্যবসায়িক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধি রয়েছেন।
আগামী ১৬ জুন সম্মেলন শেষে ১৭ জুন সকালে আইনমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

6 + 6 =