আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড এর ‘অর্ধবার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন ২০১৭’ অনুষ্ঠিত

0
2171

১৫ জুলাই ২০১৭, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিঃ-এর অর্ধবার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন ২০১৭ ঢাকার হোটেল সোনারগাঁ বলরুমে অনুষ্ঠিত হয়। ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান আলহাজ্জ আব্দুস সামাদ লাবু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন করেন। ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্জ মোঃ আব্দুস সালাম, সদস্য আলহাজ্জ নাজমুল আহসান খালেদ, আলহাজ্জ মোঃ হারুন-অর-রশীদ খান, আলহাজ্জ আব্দুল মালেক মোল্লা, আলহাজ্জ হাফেজ মোঃ এনায়েত উল্লাহ, আলহাজ্জ মোঃ আনোয়ার হোসেন, আলহাজ্জ ইঞ্জিনিয়ার খন্দকার মেসবাহ উদ্দিন আহমেদ, আলহাজ্জ মোঃ লিয়াকত আলী চৌধুরী, আমির উদ্দিন পিপিএম এবং ফারুক আহম্মেদ সিদ্দিকী। এ সময় উপব্যবস্থাপনা পরিচালক কাজী তউহীদ উল আলম, মোঃ ফজলুল করিম, মুহাম্মদ মাহমুদুল হক,  এস. এম. জাফর এবং ট্রেইনিং একাডেমির প্রিন্সিপাল নুরুল ইসলাম খলিফাসহ ব্যাংকের শীর্ষ নির্বাহিগণ উপস্থিত ছিলেন। সম্মেলনে ব্যাংকের ১৪৬টি শাখার ব্যবস্থাপকবৃন্দ অংশগ্রহণ করেন। এ সময় ব্যাংকের সার্বিক ব্যবসা পরিস্থিতি নিয়ে পরিচালক পর্ষদ এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষ শাখা ব্যবস্থাপকবৃন্দের সঙ্গে আলোচনা করেন।
উল্লেখ্য, অনিরীক্ষিত হিসাব অনুযায়ী এ বছর জুন মাস শেষে ব্যাংকের মোট আমানতের পরিমান দাঁড়িয়েছে ২৪,১৫০ কোটি টাকা। এ সময় ব্যাংকের বিনিয়োগ হয়েছে ২২,২৭৩ কোটি টাকা। এছাড়া আমদানী ও রপ্তানির পরিমান ছিলো যথাক্রমে ৭,৯৪৪ কোটি এবং ৫,১৫০ কোটি টাকা। এ সময়ে ব্যাংক ১,০২৫ কোটি টাকা বৈদেশিক রেমিটেন্স সংগ্রহ করেছে। শ্রেণীকৃত বিনিয়োগের ক্ষেত্রে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক যথেষ্ট দৃঢ় অবস্থানে রয়েছে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

four × 3 =