ধামরাইয়ে লেগুনা পরিবহনে চাঁদবাজী বন্ধ হয়নি

0
969

ধামরাই (ঢাকা ) প্রতিনিধি  :
ঢাকার ধামরাইয়ে লেগুনা পরিবহনে জিপির নামে এখন ও চাঁদাবাজী বন্ধ হয়নি ।
জানাগেছ, ধামরাই উপজেলার ইসলামপুর টু ধানতারা ,নবীনগর টু ধামরাই , নবীনগর টু কুশুরা , কাওয়ালীপাড়া টু বালিয়া ৪ টি রোডে অবৈধ ভাবে রেজিষ্ট্রেশন,ও ফিটনেস বিহীন লেগুনা গাড়ী চলাচল করছে । দীর্ঘদিন ধরে এই লেগুনা গাড়ী থেকে চিহৃত একদল চাঁদাবাজ প্রকাশ্যে  টাকা উঠাচ্ছে । প্রতিটি লেগুনা থেকে প্রতিদিন  চাঁদাবাজদের চাঁদা দিতে হচ্ছে ১৭০ টাকার উপরে ।  ্্্্্্্্্এই‘ রোডে লেগুনা চলাচল করছে ২০০টি  উপরে। উপজেলার ৪ টি রোডেই লেগুনা পরিবহন থেকে সন্ত্রাসীরা চাঁদা আদায়ের কাজ এখন ও  অব্যাহত রেখেছ্।ে স্থানীয় প্রশাসন রয়েছে নিরব ভুমিকায় ,যেন দেখার কেউ নেই, ধামরাইতে পরিবহন সেক্টরে চলছে রাম রাজত্ব কায়েম। কোন লেগুনার চালক যদি চাঁদাবাজীর বিরুদ্বে প্রতিবাদ করে  তাহলে ঐ চাঁদাবাজরা তাকে মারধর সহ প্রান নাশের হুমকি দিয়ে তার লেগুনা চলাচল বন্ধ করে  দেয় । এই অবৈধ লেগুনা পরিবহন মহাসড়কে চলাচল নিষিদ্ব থাকলে ও প্রশাসনকে অর্থের বিনিময়ে ম্যানেজ করে চালিয়ে যাচ্ছে । এদিকে লক্ষ, লক্ষ টাকার রাজস্ব ফাঁকি দিচ্ছে সরকারকে। অন্য দিকে অদক্ষ চালকের কারনে বেড়েই চলছে সড়ক দুর্ঘটনা । নাম প্রকাশ অনিচ্ছুক এক লেগুনার চালক জানান, প্রতিদিন জিপির নামে চাঁদা দিচ্ছি আবার এর পাশা পাশি মাসে ২ দিন থানায় কাজ করে যাচ্ছি তার পরে ও আমরা রোডে নানা ভাবে হয়রানি শিকার হচ্ছি  কেন। ধামরাইয়ে পরিবহন সেক্টরে চাঁদাবাজদের কারনে লেগুনা গাড়ীর মালিক ও শ্রমিকরা তাদের গাড়ী রোডে চলাচল বন্ধ করে দেওয়ার  এখন উপক্রম হয়ে  পড়েছে । এই লেগুনা পরিবহনের চাদাঁবাজীর টাকা গুলি যাচ্ছে কোথায় এই প্রশ্ন এখন ধামরাইয়ের সচেতন মহলের । লেগুনা পরিবহনে চাঁদাবাজী  নিয়ে স্থানীয় ও জাতীয় দৈনিকে একাধিক বার সংবাদ প্রকাশ হলে ও প্রশাসন কোন আইনগত ব্যাবস্থা না নিয়ে উল্টো চাাঁদাবাজদের দিকে সাহায্যর হাত বাড়িয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। কারন এই  লেগুনা পরিবহনের চাঁদাবাজীর টাকা যাচ্ছে স্থানীয় প্রশাসনের পকেটে ।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

eight + nine =